আরও দশ বছর রিয়ালে খেলতে চান রোনালদো

দ্বিতীয়বারের মতো ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৪ সালে প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
৩১ বছর বয়সী এই তারকা রিয়াল মাদ্রিদের হয়ে আরো ১০ থাকতে চান ফুটবল মাঠে। পুরষ্কার জয়ের পর এক প্রতিক্রিয়ায় এমনটিই জানিয়েছেন রোনালদো।।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বর্তমানে বিশ্বের সেরা একটি দলে খেলছি। আর এখান থেকেই ৪১ বছর বয়সে অবসর নিতে চাই। রিয়ালে আরও ১০ বছর খেলেই আমি ক্যারিয়ার শেষ করতে চাই। এছাড়া, রিয়ালের সঙ্গে চুক্তিটাও আমি বাড়াতে চাই।’
প্রসঙ্গত, ২০১৮ পর্যন্ত রোনালদোর চুক্তি রয়েছে রিয়ালের সাথে। চুক্তি শেষ হলে তখন তার বয়স হওয়ার কথা রয়েছে ৩৩ বছর। আর সেই বয়সের পরে ৪১ বছর পর্যন্ত তিনি কতটা ছন্দে থাকবেন সেটাই এখন দেখার বিষয়। তবে সেই পর্যন্ত খেলা চালিয়ে যেতে নিজেকে প্রস্তুত করতে চান এই ফুটবল তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আরও দশ বছর রিয়ালে খেলতে আমার দরকার কঠোর পরিশ্রম। আর আমি সেভাবেই নিজেকে গড়ে তুলছি। আমি সেই লেভেল পর্যন্ত যেতে চাই। আমি বিশ্বাস করি রিয়ালের হয়ে খেলে আরও অনেক শিরোপা জিততে পারব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন