আরও দশ বছর রিয়ালে খেলতে চান রোনালদো
দ্বিতীয়বারের মতো ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৪ সালে প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
৩১ বছর বয়সী এই তারকা রিয়াল মাদ্রিদের হয়ে আরো ১০ থাকতে চান ফুটবল মাঠে। পুরষ্কার জয়ের পর এক প্রতিক্রিয়ায় এমনটিই জানিয়েছেন রোনালদো।।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বর্তমানে বিশ্বের সেরা একটি দলে খেলছি। আর এখান থেকেই ৪১ বছর বয়সে অবসর নিতে চাই। রিয়ালে আরও ১০ বছর খেলেই আমি ক্যারিয়ার শেষ করতে চাই। এছাড়া, রিয়ালের সঙ্গে চুক্তিটাও আমি বাড়াতে চাই।’
প্রসঙ্গত, ২০১৮ পর্যন্ত রোনালদোর চুক্তি রয়েছে রিয়ালের সাথে। চুক্তি শেষ হলে তখন তার বয়স হওয়ার কথা রয়েছে ৩৩ বছর। আর সেই বয়সের পরে ৪১ বছর পর্যন্ত তিনি কতটা ছন্দে থাকবেন সেটাই এখন দেখার বিষয়। তবে সেই পর্যন্ত খেলা চালিয়ে যেতে নিজেকে প্রস্তুত করতে চান এই ফুটবল তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আরও দশ বছর রিয়ালে খেলতে আমার দরকার কঠোর পরিশ্রম। আর আমি সেভাবেই নিজেকে গড়ে তুলছি। আমি সেই লেভেল পর্যন্ত যেতে চাই। আমি বিশ্বাস করি রিয়ালের হয়ে খেলে আরও অনেক শিরোপা জিততে পারব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন