আরও দুটি বেসরকারি টিভি অনুমোদন

আরও দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে সরকার; এনিয়ে দেশে বেসরকারি টিভির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪টি।
নতুন করে ‘প্রাইম টিভি’ এবং ‘সিটিজেন টিভি’ নামে দুটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (টিভি-২) আখতারুজ্জামান তালুকদার।
সোমবার তিনি বলেন, “আগামী এক বছরের মধ্যে এই দুটি টেলিভিশনকে সম্প্রচারে আসতে হবে।”
সরকারি অনুমোদন পাওয়া ৪৪টি বেসরকারি টেলিভিশনের মধ্যে সম্প্রচারে আছে ২৬টি। একটি টিভি পরীক্ষামূলক সম্প্রচার চালাচ্ছে, দুটি টেলিভিশনের লাইসেন্স স্থগিত রয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভিশন ইনফোটেইনমেন্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিয়া সিরাজের নামে প্রাইম টিভির অনুমোদন দেওয়া হয়েছে।
আর সিটিজেন টিভির অনুমোদন পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।
পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার আগে এবং পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার পর দুই বছর পার না হওয়া পর্যন্ত মালিকানার কোনো শেয়ার হস্তান্তর করা যাবে না বলে নতুন টিভিগুলোকে শর্ত দেওয়া হয়েছে।
এছাড়া জাতীয় সম্প্রচার নীতিমালাসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন ও নীতিমালা মেনে চলা এবং জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতাবিরোধী প্রচারণা চালানোসহ সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশও মেনে চলতে বলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন