শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আরসিবিকে ১৫৯ রানের টার্গেট দিলো গুজরাট

আগের দেখায় গুজরাট লায়ন্সের বিপক্ষে ২৪৮ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স করেছিলেন সেঞ্চুরি। বিশ্ব রেকর্ড গড়া ২২৯ রানের জুটি হয়েছিল তাদের। আর শেষ চার ম্যাচ টানা জিতে প্লে অফে এসেছে আরসিবি। ব্যাটিংয়ে বিস্ময়কর সেই আরসিবির বিপক্ষে ১৫৮ রান করে আইপিএলের ফাইনালে যেতে পারবে গুজরাট লায়ন্স? বেঙ্গালুরুতে কোয়ালিফায়ার ম্যাচে এই রানই তারা করেছে সবকটি উইকেট হারিয়ে। শুরুর ব্যাটিং ধ্বসের পর ডোয়াইন স্মিথ রুখে দাঁড়িয়ে ৪১ বলে ৭৩ রান না করলে গুজরাট তো লড়ার মতো স্কোরটাও পেতো না।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে এবারের আসরের নবাগত দল গুজরাট। প্লে অফে এসেছে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে। কিন্তু ৩.৪ ওভারে ৯ রানে ৩ উইকেট হারানোর চেয়ে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আর কি খারাপ হতে পারতো!

দ্বিতীয় ওভারে বাঁ হাতি স্পিনার ইকবাল আব্দুল্লা চার বলের মধ্যে দুই উইকেট নিয়ে নিলেন। তুলে মেরে এবি ডি ভিলিয়ার্সকে কভারে ক্যাচ দিলেন ব্রেন্ডন ম্যাককালাম (১)। এক বল পরে ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে ক্রিস গেইলের হাতে বন্দী হয়ে ফিরলেন অ্যারন ফিঞ্চ (৪)। এক ওভার পর শেন ওয়াটসনের শর্ট বলে পুল করে ইন ফর্ম অধিনায়ক সুরেশ রায়নাও (১) ফিরে এলেন। তিন বিপজ্জনক টপ অর্ডারকে হারিয়ে কিংকর্তব্যবিমুঢ় অবস্থা গুজরাটের।

ইনিংস মেরামত করার কাজ করতে করতে হামলা চালালেন স্মিথ। সঙ্গ দিলেন দিনেশ কার্তিক। তাতে ৮৫ রানের জুটি কিছুটা স্বস্তি দিলো গুজরাটকে। স্মিথ কেড়ে নিয়েছিলেন উৎসবে শুরু করা আরসিবি বোলারদের হাসি। আব্দুল্লা-চাহালদের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছেন। তবে ২৬ রান করা কার্তিকের বিদায়ের পর ৮ রানের মধ্যে আরো ২ উইকেট তুলে নেয় আরসিবি। ৩১ বলে ফিফটি করেছিলেন স্মিথ। তার ৭৩ রানের দারুণ ইনিংসে ৫টি চার ও ৬টি ছক্কা। স্মিথের মহা মূল্যবান উইকেটটি নিয়েছেন লেগ স্পিনার যুযভেন্দ্র চাহাল।

শেষ ৫ ওভারে ৫১ রান তুলেছে গুজরাট। হারিয়েছে ৬ উইকেট। ১৯তম ওভারে ২ উইকেট নিয়েছেন ওয়াটসন। তবে টেল এন্ডারদের আক্রমণে এই ওভারে তাকে দিতে হয়েছে ২১ রান। তার আগের ৩ ওভারে মাত্র ৮ রান দিয়েছিলেন! তবু ২৯ রানে ৪ উইকেট নিয়ে ওয়াটসনই সবার চেয়ে সফল। ২টি করে উইকেট আব্দুল্লা ও ক্রিস জর্ডানের। চাহালের শিকার ১ উইকেট। ওয়াটসন ও চাহালের এখন আইপিএল সর্বোচ্চ ২০ উইকেট।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির