‘‘আরাফাত সানিকে আদালত থেকে কোনো খাবার দেওয়া হয়নি’’

ক্রিকেটার আরাফাত সানিকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আজ আদালতে হাজির করা হয়। তাঁকে রাখা হয়েছিল আদালতের গারদখানায়। আজ সকাল ১০টায় গারদখানায় এসে দুপুর ২টায় কারাগারে চলে যান সানি। এর ফাঁকে দুপুরে তাঁকে খেতে দেওয়া হয়েছিল গুড় ও একমুঠো চিড়া।
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের গারদখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি জানিয়েছেন।
রুহুল আমিন জানান, আরাফাত সানিকে আদালত থেকে কোনো খাবার দেওয়া হয়নি। কারাগার থেকে আসার সময় জেলকোড অনুযায়ী শুকনো খাবার পাঠানো হয়। আদালতের গারদখানায় এসে তাঁরা এ খাবার খান। পরবর্তী সময়ে তাঁরা আবার কারাগারে ফেরত গেলে ভাত জাতীয় খাবার দেওয়া হয়। আজ তাঁকে সাধারণ বন্দিদের সঙ্গেই খাবার দেওয়া হয়েছিল।
ঢাকার সিএমএম আদালতের পুলিশপ্রধান আনিসুর রহমানও এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আজ এ মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা নতুন করে ৭ মার্চ তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন।
সানি বর্তমানে এ মামলায় কারাগারে আটক রয়েছেন। ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে সানির জামিন শুনানির জন্য দিন ধার্য আছে।
এদিকে সানির বিরুদ্ধে মামলার বাদী নাসরিন সুলতানা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে যৌতুকের অভিযোগে একটি মামলা ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন। তবে ওই মামলায় এখনো সানিকে গ্রেপ্তার দেখানো হয়নি।
গত ২২ জানুয়ারি সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলায় একদিনের রিমান্ড ভোগ করেছেন সানি।ntv
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন