আরাফাত সানির ঘূর্ণিতে রাজশাহীর ব্যাটিং ধস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আজ সোমবারের একমাত্র খেলায় টসে জিতে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রাজশাহী কিংস। ২৭ রানের মধ্যে ৩ উইকটে হারিয়ে এখন মহাবিপদে ড্যারেন স্যামির দল। বল হাতে রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন আরাফাত সানি। আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস।
দলীয় ২ রানেই প্রথম উইকেটের পতন ঘটে রংপুরের। রুবেল হোসেনের বলে উইকেটকিপার মোহাম্মদ শেহজাদের গ্লাভসে ধরা পড়েন জুনায়েদ সিদ্দিকী (২)। এরপর জুটি গড়ার চেষ্টা করেন মমিনুল হক এবং সাব্বির রহমান। দুজনে মিলে ২৩ রান যোগ করতেই আরাফাত সানির ঘূর্ণিতে প্যাভিলিয়নে ফিরেন মমিনুল। ১২ বলে ১ বাউন্ডারিতে ৯ রান করা মমিনুল আরাফাত সানির হাতেই ক্যাচ দেন। দুই রানের ব্যাবধানে আবারও সানির আঘাত। শেহজাদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সামিট প্যাটেল (২)।
এখানেই শেষ নয়, দলীয় ৩৩ রানে আবুল হাসানকে নাসির জামসেদের ক্যাচে পরিণত করেন সানি। ৬ বলে ২ রান করেছিলেন আবুল হাসান। সতীর্থদের যাওয়া আসার মিছিলে উইকেটের একপ্রান্ত আগলে রাখেন সাব্বির। স্কোরবোর্ডে আর ৩ রান যোগ হতেই মঞ্চে আবির্ভাব ঘটে শহীদ আফ্রিদির। তার ঘূর্ণিতে বোল্ড হয়ে যান তার স্বদেশী উমর আকমল (১)।
এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ৫ উইকেটে ৩৬ রান। সাব্বির রহমান এবং অধিনায়ক ড্যারেন স্যামি মিলে বিপদ সামাল দেওয়ার চেষ্টা করছেন। ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে চ্যানেল নাইন এবং সনি সিক্স এ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন