আরাফাত সানির বিরুদ্ধে বান্ধবী নাসরিন সুলতানার যত অভিযোগ

প্রেমিক নাসরিন সুলতানার দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের স্পিনার আরাফাত সানিকে। আজ রোববার সকালে সাভারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে রাজধানীর মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন। তিনি জানান, তার বান্ধবী নাসরির সুলতানার দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানা থেকে আদালতে নেয়া হবে বলে জানান ওসি।
তিনি জানান, নাসরির সুলতানা মোহাম্মদপুরের কাটাসুর এলাকার বাসিন্দা। তিনি আরাফাত সানির ঘনিষ্ট বান্ধবী। অনেক দিন পর্যন্ত তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সানি নাসরিনের বিভিন্ন অশ্লিল ছবি পোস্ট করার ভয় দেখিয়ে তাকে বিভিন্ন ভাবে ব্ল্যাক মেইল করার চেষ্ট করেছিলেন সানি। এ ঘটনায় নাসরির সুলতানা একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন আম্পায়াররা। ১২ মার্চ চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন তিনি। সেখানে তাঁর অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। এর পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন এই বাঁ-হাতি স্পিনার।
ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে আরাফাত সানির অ্যাকশনের পরীক্ষা দেন ৮ সেপ্টেম্বর। সেখানে তার বোলিং অ্যাকশন বৈধ বলে প্রতীয়মান হয়। বিডি২৪লাইভ
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন