আরাফাত সানি সম্পর্কে যা লিখল ‘টাইমস্ অব ইন্ডিয়া’
আরাফাত সানি গ্রেফতার হওয়ার খবর খু্বই গুরুত্ব সহকারে প্রকাশ করে ভারতের বিখ্যাত গণমাধ্যম ‘টাইমস্ অব ইন্ডিয়া’।
এই গণমাধ্যম যা লিখল তার চুম্বকাংশ তুলে ধরা হলো বান্ধবীর দায়ের করা মামলায় রোববার সকালে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে রাজধানী ঢাকার আমিন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মীর জামাল উদ্দিন।
তিনি জানান, সাইবার অপরাধ দমন আইনে দায়ের করা মামলায় ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করা হয়েছে। নাসরিন সুলতানা নামে সানির এক তরুণী গত সপ্তাহে মামলাটি করেন। আরাফাত সানিকে আজ সকালে ঢাকার আমিনবাজার থেকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। বেলা তিনটার পর ঢাকা মহানগর হাকিম প্রণব কুমারের আদালতে তাঁর রিমান্ড আবেদনের শুনানি হয়। পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানি চলাকালে আরাফাত সানির চোখে পানি দেখা যায়।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম আদালতকে বলেন, ‘আসামি আরাফাত সানির সঙ্গে ওই নারীর বিয়ে হয়েছিল। গত বছরের ১২ জুন আরাফাত সানি বাদীর ফেসবুক মেসেঞ্জারে দুজনের একান্ত ব্যক্তিগত ছবি এবং বাদীর একক আপত্তিকর ছবি পাঠান। পরে নানা ধরনের হুমকি-ধামকি দেন। গত বছরের ২৫ নভেম্বর ভোররাত চারটার দিকে আরাফাত আবার ফেসবুক মেসেঞ্জারে ওই নারীকে আপত্তিকর ছবি পাঠান। তিনি আরো ভয়াবহ অবস্থার জন্য ওই নারীকে অপেক্ষা করতে বলে হুমকি দেন।’
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, ‘৫ জানুয়ারি মামলাটি করেন ওই নারী। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, “আমরা বিষয়টি দেখছি।”
আরাফাত সানি ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হওয়ার পর দেশের হয়ে ১৬টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেন। গত বছরের মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন এই বাঁহাতি স্পিনার। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় দল থেকে ছিটকে যেতে হয়েছিল তাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন