আরেকটি সিরিজ জয়ের সামনে পাকিস্তান

ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দাঁড়াতেই পারেনি। দুটি সিরিজেই ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। প্রথম টেস্টে পাকিস্তানকে অবশ্য জিততে হয়েছিল বেশ লড়াই করে। তবে দ্বিতীয় টেস্টে বোধহয় তেমন কষ্ট করতে হবে না স্বাগতিক দলকে।
আবুধাবিতে জয় তুলে নিতে আগামীকাল শেষ দিনে পাকিস্তানের চাই ছয় উইকেট। অন্যদিকে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে আরো ২৮৫ রান। ৪৫৬ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ চার উইকেটে ১৭১ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে অতিথি দল।
প্রথম ইনিংস শেষেই বোঝা যাচ্ছিল, আরেকটি জয়ের পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। ২২৮ রানের লিড পেলেও ক্যারিবীয়দের ফলো-অন করায়নি তারা। বরং ব্যাট করতে নেমে গিয়েছিল আবার। আজ এক উইকেটে ১১৪ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে দু্ই উইকেটে ২২৭ রান তুলে। সর্বোচ্চ ৭৯ রান এসেছে আজহার আলীর ব্যাট থেকে। আসাদ শফিক ৫৮ আর ইউনুস খান অপরাজিত ছিলেন ২৯ রানে।
দুরূহ লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ৬৭ রান করে দলকে কিছুটা আশা দেখালেও নট আউট থেকে দিন শেষ করতে পারেননি ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। জারমেইন ব্ল্যাকউড ৪১ আর রস্টন চেজ ১৭ রান নিয়ে ব্যাট করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন