আরেকটি হোয়াইটওয়াশের হাতছানি
দ্বিতীয় ওয়ানডে জিতে অনেক অর্জন এখন বাংলাদেশের হাতের মুঠোয়। ঘরের মাঠে টানা পাঁচটি সিরিজ জয়, জিম্বাবুয়েকে টানা সাত ম্যাচে হারানো এবং তিন সংস্করণের ক্রিকেট মিলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১১টি ম্যাচ জয়। মাশরাফির দলের সামনে এবার আরেকটি অর্জনের হাতছানি। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতলেই জিম্বাবুয়েকে এক বছরের মধ্যে দুবার হোয়াইটওয়াশ করতে পারবে বাংলাদেশ। সেই লক্ষ্যে বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকরা আবার মুখোমুখি হবে অতিথিদের। খেলা শুরু হবে বেলা ১টায়।
ওয়ানডেতে দুই দলের এটি ৬৭তম লড়াই। আগের ৬৬টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ৩৮টি, আর জিম্বাবুয়ে ২৮টি। গত ১০ বছরে বাংলাদেশের সাফল্যের পাল্লা অনেক ভারি। ২০০৫ সাল থেকে চলমান সিরিজসহ ১২টি সিরিজের মধ্যে বাংলাদেশ নয়টি আর জিম্বাবুয়ে তিনটি জিতেছে।
সিরিজের শেষ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় তরুণ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের কণ্ঠে, ‘প্রথম দুই ওয়ানডেতে যেভাবে খেলেছি শেষ ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সব কিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচও আমরা জিতব। প্রথম দুই ম্যাচ জিতে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস এখন তুঙ্গে।’
সিরিজ হেরে গেলেও শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেতে চান জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগুম্বুরা, ‘আমরা অন্তত শেষ ম্যাচটা জেতার চেষ্টা করব। সেজন্য আমরা মরিয়া হয়ে লড়াই করব। ফর্মে থাকা বাংলাদেশকে হারাতে হলে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে সামর্থ্যের সেরাটা দিয়েই খেলতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন