শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আরেকবার নিজেকে প্রমাণের অপেক্ষায় রুবেল

নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করে রেখেছিলো ৪ নভেম্বর। ওই দলে ছিলেন না পেসার রুবেল হোসেন। এক মাস পর ভাগ্য খোলে ডানহাতি এই পেসারের।

বিপিএলের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন পেসার মোহাম্মদ শহীদ। তার জায়গাতে নিউজিল্যান্ড সফরে রুবেলকে দলে নেওয়া হয়।

এভাবে ডাক পেয়ে আগেই উচ্ছ্বাসের কথা জানিয়েছেন বাংলাদেশের এই গতি তারকা। অপেক্ষায় আছেন অস্ট্রেলিয়াতে বাংলাদেশের ক্যাম্পে যোগ দেওয়ার। ক্যাম্পে যোগ দিতে আজ সোমবার রাতেই বিমানে চড়বেন রুবেল। অস্ট্রেলিয়ায় কদিন অনুশীলনের পর দলের সঙ্গে যাবেন নিউজিল্যান্ডে। আর এই সফরে আরও একবার নিজেকে প্রমাণ করতে চান তিনি।

সোমবার একাডেমি মাঠে রুবেল বলেন, ‘বিপিএলে আমি যেমন রিদমে ছিলাম, আমার কাছে মনে হয় আমি ঠিক আছি। মনে হয় আগের জায়গায় আসতে পেরেছি। আসল হচ্ছে আত্মবিশ্বাস। কয়েকটা ম্যাচে যদি রিদম নিয়ে বোলিং করা যায় আত্মবিশ্বাস চলে আসে। আমার আত্মবিশ্বাস আল্লাহর রহমতে ভালো আছে। এটা এখন মাঠে প্রমাণ করতে হবে আমাকে।’

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন রুবেল। জাতীয় দলে ফিরতে এই পারফরম্যান্সই তাকে সাহায্য করেছে বলে মনে করেন বাংলাদেশের হয়ে ২৩ টেস্ট, ৬৯ ওয়ানডে ১১ টি-টোয়েন্টি খেলা রুবেল। ‘বিপিএলটা আমার জন্য বড় একটা বিষয় ছিলো। ধারণা ছিলো ভালো পারফর্ম করলে হয়তো আমাকে নিতেও পারে। বিপিএলে ভালো করার চেষ্টা করেছি আমি। হয়তো ভালো পারফর্ম করার জন্য নির্বাচকরা আমাকে বিবেচনা করেছেন’-বলেন তিনি।

২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়েছিলেন রুবেল। চার উইকেট নিয়ে ইংলিশদের হারানোর পথে বড় অবদান রাখেন তিনি। এবার তেমন পরিবেশেই খেলতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে রুবেল বলছেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে আমি খেলেছি। তবে ওখানকার কন্ডিশনে এখন বোলিং করাটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমাকে নিতে হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডে পেস বোলারদের জন্য সব সময় সহায়তা থাকে। আমরাও ওই জোর নিয়ে পেস বোলাররা যাচ্ছি।’

প্রথমে দলে ছিলেন না। শেষ মুহূর্তে এসে জায়গা হয়েছে। কী লক্ষ্য থাকবে? রুবেল বলেন, ‘আল্লাহর রহমতে এখন আমি যাচ্ছি। যে কয়দিন অস্ট্রেলিয়াতে থাকব ভালোমতো অনুশীলন করবো মনোযোগ দিয়ে। নিউজিল্যান্ডে ম্যাচ খেলার সুযোগ পেলে অবশ্যই ভালো খেলার চেষ্টা করবো। আমি যেটাতে সুযোগ পাই আমাকে পারফর্ম করতে হবে। আমি আমার সেরা পারফরম্যান্স মাঠে দেখাতে চাই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির