আরেক মামলায় তাহমিদের জামিন
ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার সময় আটক কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে এবার আরেকটি মামলায় জামিন দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালতে তাহমিদ তাঁর আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রণপ কুমার ভক্ত জানান, তাহমিদের বিরুদ্ধে নন প্রসিকিউশনের (পুলিশকে অসহযোগিতা) অভিযোগ আনা হয়েছিল। মামলাটি জামিনযোগ্য ধারা হওয়ায় বিচারক জামিন মঞ্জুর করেন।
গত ১৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম নুর নবী ১৮ ডিসেম্বর তাহমিদকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।
নথি থেকে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাই, ইউনিটের পরিদর্শক মো. হুমায়ুন কবীর তাহমিদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় ৫৪ ধারায় অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। একই সঙ্গে পুলিশকে তথ্য না দেওয়ায় দণ্ডবিধি ১৭৬ ধারায় নন-প্রসিকিউশন মামলা দায়ের করেন।
গত ২ অক্টোবর একই বিচারক তাহমিদকে ৫৪ ধারা থেকে জামিন দেন। পরে ওই দিন তাহমিদ কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।
এদিকে, গত ৫ অক্টোবর ঢাকা মহানগর হাকিম নুর নবী তাহমিদকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেন।
চলতি বছরের ২ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
এ বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।
পরে পুলিশ তাহমিদকে ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গ্রেপ্তার করে। তাহমিদ জামিনে মুক্তি পেলেও হাসনাত মূল মামলায় কারাগারে আটক রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন