আরেক লড়াইয়ে শ্রীলঙ্কাকে ১৮০ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

ক্রিকেট বিশ্বে আজ দুই জায়গায় চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই। কলম্বোতে লড়ছেন ‘বড়’রা। আর কক্সবাজারে ‘ছোট’রা। কলম্বোতে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। আর এমার্জিং এশিয়ান কাপের সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মুমিনুল হক। সেখানে ব্যাট হাতে খুব একটা ভালো নৈপুণ্য দেখাতে পারেনি মুমিনুলের দল। নাসির হোসেন, সাইফউদ্দিনদের ছোট ছোট কয়েকটি ইনিংসে ভর করে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ১৭৯ রান।
লঙ্কান বোলারদের ভালো নৈপুণ্যের সামনে শুরু থেকেই চাপের মুখে ছিল বাংলাদেশ। ২৫ ওভারের মধ্যে ৭৭ রান জমা করতেই হারিয়েছিল পাঁচটি উইকেট। ষষ্ঠ ওভারে টানা তিন বলে আফিফ হোসেন, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তকে আউট করে হ্যাটট্রিক করেছিলেন আসিথা ফার্নান্দো। রানের খাতাই খুলতে পারেননি মুমিনুল ও শান্ত। ছয় নম্বরে ব্যাট করতে নেমে অভিজ্ঞ ব্যাটসম্যান নাসির খেলেছিলেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস। শেষপর্যায়ে সাইফউদ্দিনের ৩৭ ও আবুল হাসানের ২৩ রানের ছোট দুটি ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৭৯ রান জমা করতে পেরেছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার পক্ষে দারুণ বোলিং করে মাত্র ৩২ রান খরচে চারটি উইকেট নিয়েছেন ফার্নান্দো। একটি করে উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন চামিকা করুনারত্নে, আমিলা আপোনসু, লাহিরু সামারাকুন, ওয়ান্নিডু ডি সিলভা ও অ্যাঞ্জেলো পেরেরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টাই করায় গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। ফলে তাদের খেলতে হচ্ছে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে। এমার্জিং এশিয়ান কাপের অপর সেমিফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন