আরো ৫৮৫ বিচারক চায় আইন মন্ত্রণালয়
মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা কাটাতে বিভিন্ন পর্যায়ে আরো ৫৮৫ জন বিচারকের পদ সৃষ্টির প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। মামলা দ্রুত নিষ্পত্তি করে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই বিচারকের নতুন পদ সৃষ্টির উদ্দেশ্য বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।
এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন পর্যায়ে নতুন করে বিচারকদের পদ সৃষ্টির প্রস্তাব পাঠানো হয়েছে। চাহিদার আলোকেই এ প্রস্তাব পাঠানো হয়েছে।’
আইন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে ৩৪৬ জন মহানগর হাকিম, জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও বিচারিক হাকিম। সহকারী জজ আদালতের বিচারকের পদ ২১৪টি। ১৯ জন পরিবেশ আদালতের বিচারক ও পরিবেশ আপিল আদালতের বিচারকের ছয়টি পদের চাহিদা দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, অর্থ মন্ত্রণালয় এ প্রস্তাব অনুমোদন করেছে। আইন মন্ত্রণালয় তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে কিছু ব্যাখ্যা চেয়ে আবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইন মন্ত্রণালয় এখন এসব ব্যাখ্যার জবাব লিখছে।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন আদালতে এখন ১০ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। প্রতিদিনই নতুন করে আরো শত শত মামলা দায়ের হচ্ছে। ফলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তি না হওয়ায় বিচারপ্রার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি রাষ্ট্রও ক্ষতির মুখে পড়ছে। ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা ও আলাপ-আলোচনার পরই নতুন বিচারকের পদের সংখ্যা নির্ণয় করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন