আরো একটি দলীয় রেকর্ড গড়েছেন সাকিব-মুশফিক, বাংলাদেশের সর্বোচ্চ রান

নিউজিল্যান্ডের মাটিতে নিজেদের সর্বোচ্চ রান করার পাশাপাশি আরো একটি দলীয় রেকর্ড গড়েছেন সাকিব-মুশফিক। টসে হেরে বাংলাদেশ কখনো ৪০০ রান পার করতে পারেনি। এই প্রথম সাকিব-মুশফিকের রেকর্ড জুটিতে সেটি সম্ভব হলো। এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৬১।
টসে হেরে বাংলাদেশের আগের সর্বোচ্চ রান ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ৩৯১।
ওয়েলিংটনের কঠিন কন্ডিশনে শতক করার পাশাপাশি জুটিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন সাকিব-মুশফিক। নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো জুটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকের ১৬১। দুজনে সেটি ছাড়িয়ে আরো অনেক পথ পাড়ি দিয়েছেন। এই প্রতিবেদন লেখার সময় পঞ্চম উইকেটে দেশের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান যোগ করেছেন ২৭৬ রান।
দেশের বাইরে বাংলাদেশের মাত্র দ্বিতীয় দুইশ’ রানের জুটি এটি। আগেরটিও ছিল পঞ্চম উইকেটে, সেটিতেও ছিলেন মুশফিক। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে গড়েছিলেন ২৬৭ রানের জুটি। টেস্টে এতদিন এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। সর্বোচ্চ রানের জুটি তামিম-ইমরুলের, ৩১২।
সেঞ্চুরির পথে সাকিব ছুঁয়েছেন ৩ হাজার টেস্ট রান। তিনি শতকে পৌঁছান ১৫০ বলের মাথায়। মুশফিক শতক তোলেন ১৭৯ বলে। টেস্টে সাকিবের আগের সর্বোচ্চ ১৪৪। মুশফিকের ডাবল সেঞ্চুরি আছে।
নিউজিল্যান্ডের মাটিতে পঞ্চম উইকেট জুটিতে আগের সর্বোচ্চ রান ছিল পাকিস্তানের। ১৯৯৩-৯৪ মৌসুমে এই মাঠেই ২৫৮ রান তোলেন ইনজামাম এবং সেলিম মালিক। সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন দুজন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন