আর্চারিতে বাংলাদেশের ৯ পদক

ঢাকায় মাওলানা ভাসানী স্টেডিয়ামে আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলগত ভেন্টের পাঁচটি সোনার সবই পেয়েছে। সঙ্গে মেয়েদের রিকার্ভে এককে হীরা মনি স্বর্ণপদক পেয়েছেন। সব মিলিয়ে ছয়টি সোনা নিয়ে আইএসএসএফ ইন্টারন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ শেষ করল স্বাগতিকরা।
এছাড়া আন্তর্জাতিক এই টুর্নামেন্টে একটি রুপা ও দুটি ব্রোঞ্জও পেয়েছে বাংলাদেশ।
সোমবার রিকার্ভে পুরুষ দলগত ইভেন্টে ৬-২ সেট পয়েন্টে ভুটানকে হারায় বাংলাদেশ। দলে ছিলেন রোমান সানা, সারোয়ার হোসেন ও তামিমুল ইসলাম।
রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে না পাওয়ার হতাশা কিছুটা হলেও দলীয় সাফল্য দিয়ে ঘোচানোর তৃপ্তি আছে তামিমুলের। ২০১৫ সালে যুব কমনওয়েলথ গেমসের সোনা জেতা এই তীরন্দাজের মতে, সম্মিলিত প্রচেষ্টার ফল পেয়েছেন তারা।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টেও সোনা জিতেছে বাংলাদেশ। আবুল কাশেম মামুন, মলিন মোল্লা ও নাজমুল হুদাকে নিয়ে গড়া বাংলাদেশ দল মালয়েশিয়াকে হারায় ২১৪-২০৭ স্কোরে।
কম্পাউন্ডে পুরুষ এককে ব্রোঞ্জ জেতা মিলন এ নিয়ে দ্বিতীয় পদক পাওয়ার আনন্দে ভাসছেন।
ব্যক্তিগত ইভেন্টে ব্যর্থ হলেও রিও ডি জেনেইরো অলিম্পিকে খেলা শ্যামলী রায় পেয়েছেন দলগত সোনা জয়ের স্বাদ। রিকার্ভের মহিলা দলগত ইভেন্টের ফাইনালে বিউটি রায় ও রাদিয়া আক্তার শাপলাকে নিয়ে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন নেপালের প্রতিযোগীদের।
রিকার্ভে ও কম্পাউন্ড বিভাগের মিশ্র দলগত দুই ইভেন্টের সোনাও জিতেছে বাংলাদেশ।
রোমান ও বিউটি রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টে ৬-২ ব্যবধানে ভুটানের প্রতিযোগীদের হারান।
আর সুস্মিতা-মামুন ১৫০-১৪২ স্কোরে ইরাককে হারিয়ে দলকে এনে দেন কম্পাউন্ডের মিশ্র দলগত সোনা।
দিনের শুরুতে হীরা মনি আজারবাইজানের প্রতিপক্ষকে হারিয়ে মেয়েদের রিকার্ভে ডিভিশনের এককের সোনা জয় করেন।
মেয়েদের কম্পাউন্ড এককের ফাইনালে ইরাকের ফাতিমাহ আল মাসাদানির কাছে ১৩৫-১৩৩ স্কোরে হেরে রুপা জিতেন বন্যা আক্তার।
গত শনিবার ব্রোঞ্জ জিতেছিলেন মিলন মোল্লা ও সুস্মিতা বণিক।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন