আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ব্রাজিল

ছয় বছর পর আবারো ফিফা র্যাংকিং-এর শীর্ষে উঠতে যাচ্ছে ব্রাজিল। আগামী ৬ এপ্রিল নতুনভাবে ঘোষিত হবে ফিফা র্যাংকিং। সেখানে শীর্ষস্থান নিতে যাচ্ছে ব্রাজিল। তাই বর্তমানে শীর্ষে থাকা আর্জেন্টিনাকে নেমে যেতে হচ্ছে র্যাংকিং-এর দ্বিতীয় স্থানে।
ব্রাজিলের কোচ হবার পর দলকে টানা নয় ম্যাচ জিতিয়েছেন তিতে। তার অধীনে এ পর্যন্ত ২৫ গোল দিয়েছে ব্রাজিল। হজম করেছে মাত্র দুই গোল।
গতকাল প্যারাগুয়েকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই শীর্ষে উঠতে যাচ্ছে তারা।
অন্যদিকে, শীর্ষে থাকা আর্জেন্টিনার খারাপ পারফরমেন্সের সুবিধাও পাচ্ছে ব্রাজিল। গেলো মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার কাছে ২-০ গোলে হারের লজ্জা পায় আর্জেন্টিনা। ফলে ২০১৮ বিশ্বকাপের টিকিট পাওয়া তাদের জন্য এখন অনেক কঠিন। তাই র্যাংকিং-এর দ্বিতীয় স্থানে নেমে যেতে হচ্ছে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার পরই তৃতীয় স্থানে জায়গা হবে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। এরপর লাতিন আমেরিকার দল চিলি।
ফিফা র্যাংকিংয়ের শীর্ষ পাঁচের চার দলই হবে লাতিন আমেরিকার। কারণ, দুই ধাপ এগিয়ে র্যাংকিং-এ পাঁচ নম্বরে জায়গা করে নিচ্ছে কলম্বিয়া। বলিভিয়া ও ইকুয়েডরের বিপক্ষে জয়ে র্যাংকিং-এ দুই ধাপ উন্নতি হয়েছে তাদের। ষষ্ঠ থেকে দশম পর্যন্ত পরের দলগুলো হবে যথাক্রমে- ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ড ও স্পেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন