আর্জেন্টিনার শেষ চারে ওঠার লড়াই

বড় টুর্নামেন্টে আর্জেন্টিনার ব্যর্থতার ধারাবাহিকতা সত্যিই বিস্ময়কর। বিশ্বের অন্যতম সেরা দল দীর্ঘ ২৩ বছর কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি! শতবর্ষ উপলক্ষে বিশেষ কোপা আমেরিকা জিততে তাই মরিয়া ‘আলবিসেলেস্তে’রা। গ্রুপ পর্বে দাপটের সঙ্গে খেলে কোয়ার্টার ফাইনালে ওঠা আর্জেন্টিনার সামনে এবার ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় রোববার ভোর ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সুস্পষ্ট ফেবারিট।
গ্রুপ পর্বে চ্যাম্পিয়নের মতোই খেলেছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে বিশ্বসেরা ফুটবলারকে ছাড়াই চিলিকে ২-১ গোলে হারিয়ে গত বছরের কোপা আমেরিকা ফাইনালে হারের প্রতিশোধ নিয়েছিল জেরার্দো মার্তিনোর শিষ্যরা। পানামার বিপক্ষে পরের ম্যাচে শেষ ৩০ মিনিট খেলেই দুরন্ত হ্যাটট্রিক করে দলকে ৫-০ গোলের সহজ জয় এনে দিয়েছিলেন মেসি। বলিভিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে নেমে বার্সেলোনা তারকা গোল না পেলেও আর্জেন্টিনা পেয়েছিল ৩-০ গোলের আরেকটি সহজ জয়।
কোমরের চোট কাটিয়ে মেসি এখন প্রায় শতভাগ ফিট। কোয়ার্টার ফাইনালে পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের শুরু থেকে খেলার উজ্জ্বল সম্ভাবনা। শেষ আটের লড়াইয়ে নামার আগে সমর্থকদের অনুপ্রাণিত হওয়ার মতো কথাও বলেছেন মেসি। আর্জেন্টিনার ক্রীড়াদৈনিক ওলেকে তিনি বলেছেন, ‘যত দিন যাচ্ছে, ততই আমরা সংগঠিত হচ্ছি। সব বিভাগেই আমরা খুব ভালো করছি। বেশ কিছুদিন ধরেই আমরা একসঙ্গে খেলছি। দলের কর্মকর্তাদের আমরা যেমন ভালোমতো চিনি, তেমনি তাঁরাও আমাদের চেনেন। শুরু থেকে এখন পর্যন্ত আমরা ভালোমতোই সংগঠিত করেছি নিজেদের।’
যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে দুর্ধর্ষ আর্জেন্টিনার সঙ্গে ভেনেজুয়েলা বিধ্বস্ত হবে বলেই অভিমত অনেক ফুটবল বিশেষজ্ঞর। তবে মেসি প্রতিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নন। টুর্নামেন্টের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া ভেনেজুয়েলানদের সম্পর্কে বরং তাঁর কণ্ঠে সমীহ, ‘কেউ কেউ মনে করছেন ভেনেজুয়েলা সহজ প্রতিপক্ষ। কিন্তু তারা তা নয়। ভেনেজুয়েলা নিজেদের যোগ্যতায় কোয়ার্টার ফাইনালে উঠেছে। কেউ তাদেরকে দয়া করেনি।’
সতীর্থদের সতর্ক করে আর্জেন্টিনা অধিনায়কের মন্তব্য, ‘তারা হয়তো ব্রাজিল, উরুগুয়ে বা প্যারাগুয়ের চেয়ে ভালো দল নয়। কিন্তু শেষ আটে উত্তরণ তাদের প্রাপ্যই। আমাদের তাই ভুলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। খুব কঠিন ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন