বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আর কত বিরাট হবেন কোহলি!

ধারাবাহিকতা কত প্রকার ও কী কী! ক্রিকেট মাঠে যেন এই প্রশ্নের উত্তরই উদাহরণসহ লিখছেন বিরাট কোহলি। ব্যাট হাতে মাঠে নামলেই বইয়ে দিচ্ছেন রানের বন্যা। টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর যেন আরো তুখোড় হয়ে উঠেছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। একের পর এক খেলে যাচ্ছেন চোখ ধাঁধিয়ে দেওয়া সব ইনিংস। এ বছরই তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি দ্বিশতকের ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে অপরাজিত আছেন ভারতের টেস্ট অধিনায়ক। কোহলি আর কত বিরাট হবেন, নিজেকে কোন উচ্চতায় নিয়ে যাবেন, সেই প্রশ্ন জোরেশোরোই উঠছে ক্রিকেটবিশ্বে।

গত অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে কোহলি করেছিলেন ২১১ রান। সেটাই ছিল তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। আজ ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে সেটাকে ছাড়িয়ে গেছেন কোহলি। চতুর্থ দিনে অপরাজিত আছেন ২১৬ রান করে। অষ্টম উইকেটে জয়ন্ত যাদবকে সঙ্গে নিয়ে গড়েছেন ২২৫ রানের অবিচ্ছিন্ন জুটি। ভারতের পক্ষে অষ্টম উইকেটে এটাই সবচেয়ে বেশি রানের জুটির নতুন রেকর্ড। আগে এটি ছিল মোহাম্মদ আজহারউদ্দিন ও অনিল কুম্বলের দখলে। ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁরা গড়েছিলেন ১৬১ রানের জুটি।

এ বছর টেস্টে মাত্র চারজন ব্যাটসম্যান পেরোতে পেরেছেন এক হাজার রানের মাইলফলক। তালিকার প্রথম তিনজনই ইংল্যান্ডের ক্রিকেটার। জনি বেয়ারস্টো, জো রুট ও অ্যালিস্টার কুক। তাঁরা সবাই খেলছেন নিজেদের ১৬তম টেস্ট। আর বিরাট কোহলি এই মাইলফলক স্পর্শ করেছেন নিজের ১১তম ম্যাচে। ১৭টি ইনিংসেই কোহলির সংগ্রহ ১,১৮১ রান। ব্যাটিং গড়ের দিক থেকে সবাইকেই ছাড়িয়ে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এ বছর কোহলির ব্যাটিং গড় ৮৪.৩৫। মুম্বাই টেস্টে দ্বিশতকের ইনিংস খেলার পথে কোহলি ছুঁয়েছেন ৪,০০০ রানের মাইলফলক। এ বছর কোহলির ওয়ানডে গড়টাও বিস্ময়কর—৯২.৩৭। মাত্র ১০টি ম্যাচ খেলে তিনটি শতকসহ করেছেন ৭৩৯ রান।

কোহলি যে একসময় শচীন টেন্ডুলকারের বিস্ময়কর ব্যাটিং রেকর্ডগুলো ভেঙে দিতে পারবেন, এমন কথা শোনা গেছে অনেকের মুখেই। যেভাবে ব্যাটিং করে যাচ্ছেন, তাতে সেটা খুব বেশি অসম্ভব বলেও মনে হচ্ছে না। মাত্র ২৮ বছর বয়সে ৫২টি টেস্ট খেলেই কোহলি করে ফেলেছেন ৪,১৮২ রান। ওয়ানডেতে এগিয়ে গেছেন আরো অনেক দূর। ১৭৬টি ম্যাচ খেলে করেছেন ৭,৫৭০ রান। কোহলি নিজেকে আরো কত বিরাট করবেন, সেটাই এখন দেখার বিষয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির