শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আর কত সুযোগ পাবেন সৌম্য

সৌম্য সরকারের রানখরা নিয়ে আলোচনাটা অনেক দিন ধরেই চলছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। বেশ কিছু দিন ধরেই ধারাবাহিকভাবে ব্যর্থ এই বাঁ-হাতি ব্যাটসম্যান। সেই আলোচনাটা এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে সমালোচনায়। প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হলেও কেন বারবার সৌম্যকে প্রথম একাদশে রাখা হচ্ছে এই প্রশ্ন জোরেসোরেই তুলতে শুরু করেছেন অনেকে।

২০১৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর খুব অল্প সময়ের মধ্যেই সাড়া জাগিয়েছিলেন সৌম্য সরকার। ২০১৫ সালের শুরু থেকেই ছিলেন দারুণ ফর্মে। বিশ্বকাপে দেখিয়েছিলেন ভালো নৈপুণ্য। এরপর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও হেসেছিল সৌম্যর ব্যাট। ২০১৫ সালে বাংলাদেশের স্বপ্নযাত্রায় সামনের সারিতেই ছিলেন আগ্রাসী এই ব্যাটসম্যান।

কিন্তু তারপর থেকে নিষ্প্রভ হয়ে পড়েছেন সৌম্য। ২০১৬ সালটা মোটেই ভালো কাটাতে পারেননি প্রতিভাবান এই ক্রিকেটার। বছরের শুরুতে জিম্বাবুয়ে ও গত মার্চে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ৪৩ ও ৪৮ রানের দুটি ইনিংস। ১৬টি টি-টোয়েন্টিতে সফলতা বলতে শুধু এটুকুই। বাকি সব ইনিংসেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান।

ঘরোয়া ক্রিকেটেও নিজের সামর্থ্য প্রমাণ করতে পারেননি সৌম্য। ঢাকা প্রিমিয়ার লিগে ১৫টি ইনিংসে ব্যাটিং করে অর্ধশতক করতে পেরেছেন মাত্র একটিতে। ১৫টি ম্যাচে সৌম্যর সংগ্রহ ৩৪৯ রান। ব্যাটিং গড় মাত্র ২৩.২৭। এরপরও আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে জায়গা দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু এখানেও নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। তিন ম্যাচে করতে পেরেছেন মাত্র ৩১ রান।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা মাঠের বাইরে কাটানোর পর বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, বিপিএলে আবার ব্যর্থ হয়েছেন সৌম্য। ১২ ম্যাচ খেলে ১২ গড়ে করেছেন ১৩৫ রান। সর্বোচ্চ ইনিংসটি ছিল মাত্র ২৬ রানের। এরপরও নিউজিল্যান্ড সফরে সুযোগ দেওয়া হয়েছে সৌম্যকে। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪০ রান করে ইঙ্গিত দিয়েছিলেন ঘুরে দাঁড়ানোর। কিন্তু আসল লড়াইয়ে আবারও ব্যর্থতাই সঙ্গী হয়েছে সৌম্যর। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সৌম্যর ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান।

সৌম্যর মেধা-প্রতিভা, কোনো কিছু নিয়েই হয়তো প্রশ্ন তোলার অবকাশ নেই। কিন্তু দীর্ঘদিন ধরেই রানখরায় ভুগতে থাকা সৌম্যকে কেন কিছুটা সময় দেওয়া হচ্ছে না নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করে নেওয়ার জন্য সেই প্রশ্ন উঠেই যাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি