শুক্রবার, জুলাই ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আর মাত্র একদিনের অপেক্ষা এরপর উঠে যাবে আশরাফুলের নিষেধাজ্ঞা

আর মাত্র একদিনের অপেক্ষা। এরপর উঠে যাবে মোহাম্মদ আশরাফুলের ক্রিকেট নিষেধাজ্ঞা। ফের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে না পারলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চিুরিয়ান। তবে কোন ধরনের ঘরোয়া ক্রিকেটে তিনি অংশ নিতে পারবেন, এই জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

টি২০ ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ২০১৩ সালের সংস্করণে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়েছিলেন আশরাফুল। যে কারণে ২০১৪ সালে আশরাফুলেকে ৮ বছরের নিষেধাজ্ঞা ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল আইসিসির পক্ষ থেকে। আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এই শাস্তির বিপক্ষে আপলি করেছিলেন আশরাফুল। তার আপীলের প্রেক্ষিতে পরবর্তীতে (২০১৪ সালের সেপ্টেম্বরে) আশরাফুলের শাস্তি কমিয়ে ৫ বছরের নিষেধাজ্ঞায় নামিয়ে আনা হয়। এর মধ্যে ছিল দুই বছরের স্থগিতাদেশ দণ্ড।

এ জন্য বিসিবি ও আইসিসির দুর্নীতি বিরোধী বিভিন্ন কার্যক্রম ও ট্রেনিংয়ে অংশ নিতে হয়েছে তাকে। সেই হিসেবে শনিবার (১৩ আগস্ট) ঘরোয়া ক্রিকেটে খেলার বিষয়ে নিষেধাজ্ঞা থেকে ‍মুক্তি মিলছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম মেধাবী ব্যাটসম্যানটির। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরতে পারবেন ২০১৮ সালে।

২০১৪ সালে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘ভালো আচরণের বিষয়ে আইসিসির কাছ থেকে সার্টিফিকেট যোগাড় করতে পারলে ২০১৬ সালের ১৩ আগস্ট থেকে ক্রিকেটে ফিরতে পারবেন আশরাফুল।’

শাস্তি পাওয়ার পর আইসিসি ও বিসিবির বিভিন্ন দুর্নীতি বিরোধী কার্যক্রমে অংশ নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ২০১৫ সালের বিপিএলে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামুলক একটি ভিডিওতেও অংশ নেন তিনি।

বিসিবি সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আশরাফুল আপাতত ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন। ঘরোয়া প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে বাধা নেই তার। অন্যদিকে, আইসিসি সদস্য দেশগুলোর বিপক্ষে প্রথম শ্রেণীর মর্যাদা পাবে না এমন ম্যাচেও খেলতে পারবেন আশরাফুল।

এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি মিডিয়াকে জানিয়েছেন, আশরাফুল ঘরোয়া ক্রিকেটের কোন ধরনের ম্যাচ খেলতে পারবে, ফ্রাঞ্চাইভিত্তিক আসরে (যেমন বিপিএল) সে খেলতে পারবে কীনা, এই বিষয়ে আইসিসির কাছ থেকে পরিষ্কার নির্দেশনা জানার অপেক্ষায় রয়েছে বিসিবি। তিনি বলেছেন, ‘আইসিসিকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছি আমরা। আশা করছি, রবিবারের (১৪ আগস্ট) মধ্যেই বিস্তারিত জানতে পারব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!