আলমগীরের পরিচালনায় প্রসেনজিৎ ও আরেফিন শুভ

দীর্ঘদিন পরে ছবি নির্মাণ করতে যাচ্ছেন অভিনেতা আলমগীর। ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হবে এটি। এ ছবিতে অভিনয় করবেন কলকাতার নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বাংলাদেশের আরিফিন শুভ।
এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে তাদের। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব তথ্য জানান। এ ছবিতে ঢাকা ও কলকাতার আরও অনেকেই অভিনয় করবেন বলে জানানো হয়।
চলতি বছরের এপ্রিল মাস থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আলমগীর নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়াসহ বেশ কয়েকটি সফল চলচ্চিত্র পরিচালনা করেছেন। এটি তার পরিচালনায় ষষ্ঠ চলচ্চিত্র। এ প্রসঙ্গে আলমগীর বলেন, ‘অত্যন্ত ভালো গল্পের একটি ছবি। প্রসেনজিৎ ও আরেফিন শুভকে নিয়ে ছবিটি নির্মাণ করছি। আশা করছি ভালো কিছু হবে।’
এ প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, ‘আমার খুব সৌভাগ্য যে আলমগীর স্যারের পরিচালনায় কাজ করব। কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি দর্শকনন্দিত একটি ছবি হবে।’ ছবিতে নায়িকা হিসেবে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন