আলহামদুলিল্লাহ, রোজাদারদের জন্য আবহাওয়ার ‘সুসংবাদ’

শুরু হয়েছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। এবারের রোজা গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী। উত্তপ্ত আবহাওয়ায় ১৫ ঘণ্টার বেশি রোজা কিভাবে রাখবেন এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভুগছেন।
তবে আবহাওয়া অধিদপ্তর রোজাদারদের জন্য জানিয়েছেন আগাম ‘সুসংবাদ’। তাপমাত্রা প্রশমিত হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, জুন মাসের অর্ধেকের বেশি দিন বৃষ্টি হবে সারা দেশে। এর মধ্যে ঢাকা বিভাগে বৃষ্টি হবে ১২ থেকে ১৬ দিন। এ সময় ৩১০ থেকে ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে। সিলেটে ১৮ থেকে ২২ দিনে ৫৭০ থেকে ৬৯৪ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
চট্টগ্রামে ১৫ থেকে ১৯ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫৩০ থেকে ৬৫০ মিলিমিটার।
এ ছাড়া ময়মনসিংহে ১২ থেকে ১৮ দিনে ৩৫৪ থেকে ৪৩৫ মিলিমিটার; রংপুরে ১৩ থেকে ১৭ দিনে ৩৫৫ থেকে ৪৩৫ মিলিমিটার; বরিশালে ১৪ থেকে ১৮ দিনে ৪৩৫ থেকে ৫৩০ মিলিমিটার এবং রাজশাহীতে ১০ থেকে ১৪ দিনে ২৭০ থেকে ৩৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
সবচেয়ে কম বৃষ্টি হতে পারে খুলনা বিভাগে। এ অঞ্চলে জুনের ১২ থেকে ১৬ দিন বৃষ্টি হতে পারে। এর পরিমাণ হবে ২৭০ থেকে ৩৩০ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তৃত হতে পারে। এর প্রভাবে এই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে জুন মাসে বঙ্গোপসাগরে এক-দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
এ সময় বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানে স্বাভাবিক বন্যার সম্ভাবনা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন