আলহামদুলিল্লাহ, রোজাদারদের জন্য আবহাওয়ার ‘সুসংবাদ’
শুরু হয়েছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। এবারের রোজা গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী। উত্তপ্ত আবহাওয়ায় ১৫ ঘণ্টার বেশি রোজা কিভাবে রাখবেন এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভুগছেন।
তবে আবহাওয়া অধিদপ্তর রোজাদারদের জন্য জানিয়েছেন আগাম ‘সুসংবাদ’। তাপমাত্রা প্রশমিত হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, জুন মাসের অর্ধেকের বেশি দিন বৃষ্টি হবে সারা দেশে। এর মধ্যে ঢাকা বিভাগে বৃষ্টি হবে ১২ থেকে ১৬ দিন। এ সময় ৩১০ থেকে ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে। সিলেটে ১৮ থেকে ২২ দিনে ৫৭০ থেকে ৬৯৪ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
চট্টগ্রামে ১৫ থেকে ১৯ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫৩০ থেকে ৬৫০ মিলিমিটার।
এ ছাড়া ময়মনসিংহে ১২ থেকে ১৮ দিনে ৩৫৪ থেকে ৪৩৫ মিলিমিটার; রংপুরে ১৩ থেকে ১৭ দিনে ৩৫৫ থেকে ৪৩৫ মিলিমিটার; বরিশালে ১৪ থেকে ১৮ দিনে ৪৩৫ থেকে ৫৩০ মিলিমিটার এবং রাজশাহীতে ১০ থেকে ১৪ দিনে ২৭০ থেকে ৩৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
সবচেয়ে কম বৃষ্টি হতে পারে খুলনা বিভাগে। এ অঞ্চলে জুনের ১২ থেকে ১৬ দিন বৃষ্টি হতে পারে। এর পরিমাণ হবে ২৭০ থেকে ৩৩০ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তৃত হতে পারে। এর প্রভাবে এই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে জুন মাসে বঙ্গোপসাগরে এক-দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
এ সময় বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানে স্বাভাবিক বন্যার সম্ভাবনা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন