আলাউদ্দিন টাওয়ারের আগুনের কারণ খুঁজছে বুয়েট-রাজউক
রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফটে ছিঁড়ে আগুনের ঘটনায় নিহত হয়েছে ৭জন। এ ঘটনায় তদন্ত করছে বুয়েট ও রাজউকের প্রতিনিধি দল। একইসঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডিএনসিসি সমন্বিতভাবে তদন্তও করবে।
তারা খতিয়ে দেখছে কি কারণে লিফট ছিঁড়ে পড়েছে। আর লিফট ছিঁড়ে বেজমেন্টে না থেমে সেটা ভেঙে নিচে কেন পড়ে গেল। বিস্ফোরণ কেন হলো। বিদ্যুতের ত্রুটি ছিল কিনা এসব বিষয়ও তদন্ত করে দেখছে।
এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে বেশ কিছু কারণ ধরে এগুচ্ছি। এক্ষেত্রে বেজমেন্টে বিশাল আগুন কীভাবে ধরলো এবং বেজমেন্টে কিছু অনাকাঙ্খিত স্থাপনাও দেখতে পেয়েছি। তাই এসব ধরেই আমরা এগুচ্ছি।
বুয়েট ও রাজউক দেখছে বিল্ডিংয়ের নকশায় বা নির্মাণে ত্রুটি রয়েছে কী না। এছাড়া ফায়ার সার্ভিসও একটি তদন্ত করছে। এরপরও পুলিশ, ডিএনসিসি ও ফায়ার সার্ভিস একটি সমন্বিত তদন্ত করবে। এরপরই জানা যাবে প্রকৃত কারণ কি।
এদিকে আজ শনিবার ভোর পৌণে ৬টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে মাহমুদুল হাসান (৩৫) মারা যান। তিনি ট্রপিকাল আলাউদ্দিন শপিংমলে সহকারী জেনারেল মেনেজার ছিলেন। তার বাড়ি বগুড়ায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় তার মেয়ে মেহনাজ হাসান মাইশা (৪), আটমাস বয়সি ছেলে মুনতাকিন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অন্যদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- কাজী মিজানুর রহমান খান (৫২), কামরুন নাহার লতা (২৩), সালমা আক্তার (৩৫), রেজাউল করিম রানা (৩২), জসিম (৩৫) ও অজ্ঞাত (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত। আহতদের মধ্যে ৩৫ জন উত্তরা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন
শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন
মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন













