আ’লীগের সম্মেলনে যাবে বিএনপি

পরিস্থিতি অনুকূলে থাকলে আওয়ামীলীগের সম্মেলনে যাবে বিএনপি। এমনটাই জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত এক স্মরণসভায় তিনি এ তথ্য জানান। বিএনপির স্থায়ীকমিটির সদস্য বিগ্রেডিয়ার জে অব. আ স ম হান্নান শাহের মৃত্যুতে এই স্মরণসভার আয়োজন করে সংগঠনটি।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বিএনপির সম্মেলনের আওয়ামী লীগ আসেনি। এমনকি ফোন করে দুঃখ প্রকাশও করা হয়নি। কিন্তুগণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা তাদের সম্মেলন শুভ হোক এই কামনাই করি। পরিস্থিতি অনুকূলে থাকলে সম্মেলনে আমাদের অংশগ্রহণথাকবে’।
আওয়ামী লীগের সম্মেলনকে র্যাব, পুলিশ ও ডগ স্কোয়াডের সম্মেলন মন্তব্য করে আলাল বলেন, ‘সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগ ঢাকা শহরে এমন অবস্থা সৃষ্টি করেছে মনে হচ্ছে সম্মেলন তাদের নয়, র্যাব, পুলিশ ও ডগ স্কোয়াডের। আর এ সম্মেলনের সভাপতি হবেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। আর সাধারণ সম্পাদক হবেন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।’
এখন থেকেই পথে পথে চেকপোস্ট বসিয়ে তারা জনসাধারণকে হয়রানি করছে, বলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন