আ’লীগ না আসলেও অন্যান্য রাজনৈতিক দল নিয়ে ঐক্য
জঙ্গিবাদ নির্মূলে বিএনপি চেয়ারপারসন ঘোষিত জাতীয় ঐক্যে আওয়ামী লীগ না আসলেও অন্যান্য দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপি ঐক্য প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি একথা জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ না আসলেও বিএনপি অন্যান্য দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্য প্রচেষ্টা চালিয়ে যাবে।
দেশের বন্যা পরস্থিতি নিয়ে তিনি বলেন, বন্যা স্বাভাবিক না, বানভাসী মানুষের দুর্দশা লাঘবে সরকারের পক্ষে ত্রান বিতরন যথেষ্ট নয়।
জঙ্গিবাদ দমনে সরকারের বক্তব্যে নিন্দা জানিয়ে তিনি বলেন, জঙ্গিবাদেরর উৎসমূল উদঘাটন না করে হত্যা করে তথ্যের উৎস নষ্ট করছে। শিকরের সন্ধানকে দুরুহ করে তোলা হচ্ছে।
জঙ্গিবাদ দমনে সরকারের আগ্রহ নেই দাবি করে তিনি বলেন, তারা বিরোধী দমনে সচেষ্ট। তিনি বলেন, উগ্রপন্থিদের দমনে দলমত নির্বিশেষে ঐক্য গড়ে তুলতে হবে। গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন