আ’লীগ নেতার হামলায় মহিলাসহ গুলিবিদ্ধ ৬
নড়াইলের কালিয়া উপজেলার পার-বিষ্ণুপুর গ্রামে উপজেলা আ’লীগের বহিষ্কৃত সভাপতি ও সাবেক পুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদের ক্যাডাররা প্রতিপক্ষ গ্রুপের ওপর হামলা চালিয়েছে।
শুক্রবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক মহিলাসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সময় ও রাতে অন্তত ১৬টি বাড়ি ও ২টি মুদি দোকান ভাঙচুর করা হয়েছে। ৫টি মাছের ঘেরে লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় পার-বিষ্ণুপুর গ্রামের সুজাত মোল্যা (৩০), আনিমুল মোল্যা (৪০), বনি মোল্যা (৩০), সনি মোল্যা, মিলন মোল্যা (৫০) ও মিলন মোল্যার স্ত্রী রেবেকা খাতুন (৪০) গুলিবিদ্ধ হন। এছাড়া রাজিব চৌধুরী (২০), হুমায়ুন শেখ (৩০),ওমর শেখ (৩০), আমীর হোসেন শেখ (৩৮) ও আয়শা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা মহিলা গুরুতর জখম হয়েছেন।
মিহির মোল্যা জানান, হারুনুর রশিদের ক্যাডার মফিজ বিশ্বাস, আব্দুস সালাম, ধলাই মেম্বার ও কাজল মোল্যা দলবল নিয়ে মিহির মোল্যা, রতন মোল্যা এবং হাসেম মোল্যার বাড়িসহ তাদের সমর্থকদের ১৬টি বাড়ি ও ২টি দোকান ঘরে সশস্ত্র হামলা চালায়। এ সময় হামলাকারীরা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। তারা চিংড়ী ঘের ও গবাদিপশু লুট করেছে।
এ অভিযোগ অস্বীকার করে হারুনুর রশিদ বলেন, ‘মিহির মোল্যা গ্রুপের ২০-২৫ জন অপরিচিত লোকজনের এলোপাথাড়ি গুলিতে ৫-৬ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি থানার ওসিকে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।’
কালিয়া থানার ওসি শেখ গণি মিয়া বলেন, ‘আমি জানামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিয়েছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
নড়াইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘এলাকায় বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে বাড়িঘর ভাঙচুর বা লুটপাটের কোনো ঘটনা আমার জানা নেই।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন