আ’লীগ-বিএনপির ইউপি চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত
ভোলায় জেলা ব্যাপী আলোচনা, টান টান উত্তেজনা ও স্নায়ু যুদ্ধের অবসান ঘটিয়ে ৭ উপজেলার আওয়ামী লীগ ও বিএনপি দলীয় চেয়ারম্যান পদের প্রার্থীদের মনোনয়ন চুড়ান্ত বাছাই শেষ হয়েছে।
বুধবার বিকাল থেকে রাত অবদি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে লালমোহন ও তুজমদ্দিন এবং চরফ্যাশন ও মনপুরা উপজেলার প্রার্থী বাছাই করে আওয়ামী লীগ। আগের দিন মঙ্গলবার ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার মনোনীত ২৫ জনের নাম চুড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রে প্রেরণ করা হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু।
অপরদিকে ভোলায় জেলা সদর উপজেলা ও চরফ্যাশনে ইউপি চেয়ারম্যান পদে বুধবার দলীয় মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। এছাড়া অপর ৫ উপজেলার মনোনয়ন বাছাই শেষ হলেও বৃহস্পতিবার নাম ঘোষনা করা হবে বলে জানান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান।
ভোলা সদরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদীতে বর্তমান চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন, উত্তর দিঘলদীতে বর্তমান চেয়ারম্যান যুব লীগ যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন মনছুর, বর্তমান চেয়ারম্যান জেলা আ’লীগ যুগ্ম
সম্পাদক মোঃ বশির আহম্মদ (আলীনগর), বর্তমান চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন (চরসামাইয়া), বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম মাল (ভেলুমিয়া), সাবেক প্রধান শিক্ষক তাজল ইসলাম (ভেদুরিয়া), বর্তমান চেয়ারম্যান মোঃ ইয়ানু রহমান বিপ্লব (বাপ্তা), মোঃ গিয়াস উদ্দিন (পঃ ইলিশা), বর্তমান চেয়ারম্যান সদ্য আলীগে যোগদানকারী এমদাদুল ইসলাম কবির (ধনিয়া), ঢাকার ব্যবসায়ী মোঃ ইউছুফ (শিবপুর)।
বিএনপি মনোনীত প্রার্থীরা হচ্ছেন প্রার্থীরা হচ্ছেন- মোঃ কামরুল ইসলাম লাভু (ধনিয়া), মোঃ নুর হোসেন (শিবপুর), হারুন দেওয়ান (দক্ষিণ দিঘলদী), মোঃ রাইসুল আলম (উঃ দিঘলদী), মুছা কালীমুল্লাহ (চরসামাইয়া), জলিল খাঁ (ভেলুমিয়া), মনিরুল হুদা (বাপ্তা), হাসান তৌফিক রিহীন (পঃ ইলিশা), মোঃ জামাল উদ্দিন (আলী নগর) ও আবু তাহের কাজী (ভেদুরিয়া)।
দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনের জন্য মাঠে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন শিবপুরে মোঃ জসিম উদ্দিন, আলী নগরে মোঃ জাহিদুল হক শুভ (স্বতন্ত্র) ও পশ্চিম ইলিশায় জহিরুল ইসলাম।
দৌলতখান উপজেলার ৬ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হচ্ছেন- একেএম নাছির উদ্দিন (মদনপুর), মোঃ মোশারেফ হোসেন (চরপাতা), মোঃ ইয়াছিন লিটন (উঃ জয়নগর), মোঃ আলমগীর (দঃ জয়নগর), মোঃ মেহেদী মাসুদ (চর খলিফা), মোঃ মনজুর আলম (মেদুয়া ) ।
বোরহানউদ্দিন উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হচ্ছেন- বর্তমান চেয়ারম্যান মোঃ রেজাউল করিম (গঙ্গাপুর), মোঃ মহিবুল্লাহ মৃধা (সাচড়া), এ্যাডভোকেট একেএম আসাদুজ্জামান (দেউলা),
আঃ রব কাজী (কাচিয়া), মোঃ আলমগীর চৌধুরী (হাসান নগর), তামরুল হাসান চৌধুরী (টবগী), নাগর হাওলাদার (পক্ষিয়া), মোঃ জসিম উদ্দিন (বড় মানিকা), বর্তমান চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়ের (কুতুবা)।
চরফ্যাশন উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থীরা হচ্ছেন- রসুলপুরে মোঃ সালাউদ্দিন, মোস্তফা কামাল (এওয়াজপুর), হাজি আব্দুস সহিদ (জাহানপুর), গজনবী হাওলাদার (নজরুল নগর), রেজাউল ইসলাম ( চরকলমী), শাহীন মালতিয়া (চরমাদ্রাজ), মোঃ জাহাঙ্গীর (ঢালচর), ফারুক মাস্টার (চরমানিকা) মজিবনগর ও হাজারিগঞ্জ এ দু ইউনিয়নের প্রার্থীও নাম ঘোষণা করা হয় নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন