আ,লীগ-বিদ্রোহীদের গৃহযুদ্ধ শুরু হয়েছে..
কুষ্টিয়া: সদর উপজেলার ইউপি নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রায় সবগুলো ইউনিয়নে আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। যার প্রভাব পড়ছে ভোটারদের ওপর। সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে দলের মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
গত ৭ এপ্রিল সদরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দেখা গেছে হরিনারায়নপুর ইউনিয়নে নৌকা পেয়েছেন মহিউদ্দিন মণ্ডল। এখানে বিদ্রোহী হিসাবে রয়েছে গোলাম মোস্তফা ও তবিবুর রহমান তোতা। এই ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনজনই মাঠে রয়েছেন।
আব্দালপুর ইউনিয়নে নৌকা পেয়েছেন শেখ আরব আলী। সেখানে বিদ্রোহী হয়েছেন শাহাবুদ্দিন স্বপন ও স্বপন মাস্টার। উজানগ্রাম ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন সাবু বিন ইসলাম। সেখানে বিদ্রোহী হয়েছেন প্রফেসর আব্দুল মজিদ। ঝাউদিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বখতিয়ার হোসেন পেয়েছেন নৌকা। তার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছেন ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কেরামত আলী।
মনোহরদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন জহিরুল ইসলাম। এখানে সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান বিদ্রোহী হয়েছেন। গোস্বামী দূর্গাপুর ইউনিয়নে নৌকা পেয়েছেন দবির উদ্দিন। এখানে বিদ্রোহী হয়েছেন সাবেক চেয়ারম্যান মোল্লা জাফর উল্লাহ ও সিরাজুল ইসলাম। পাটিকাবাড়ি ইউনিয়নে নৌকা পেয়েছেন সফর উদ্দিন বিশ্বাস। এখানে বিদ্রোহী আছেন নাসির উদ্দিন বিশ্বাস, কামাল উদ্দিন, আব্দুস সোবহান ও রেজা। আইলচারা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আব্দুল মোতালেব বিশ্বাস। সেখানে কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
বটতৈল ইউনিয়নে নৌকা পেয়েছেন মোমিন মণ্ডল। এখানে সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী আব্দুল মজিদ বাবলু ও আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দীক বিদ্রোহী প্রার্থী হয়েছেন। হাটশ হরিপুরে নৌকা পেয়েছেন এক সময়ের জাসদের তুখোড় নেতা সাচ্চু চেয়ারম্যানের স্ত্রী শম্পা মাহমুদ। তবে বর্তমান চেয়ারম্যান ও কিছুদিন আগে আওয়ামী লীগে যোগদানকারী মোস্তাক হোসেন মাসুদ ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে এখানে লড়ছেন। মাসুদের ছোট ভাই মরহুম চেয়ারম্যান মাহমুদ হোসেন সাচ্চুর স্ত্রী শম্পা এখানে নৌকা পেয়েছেন।
অধিকাংশ ইউনিয়নে নৌকার বিপরীতে বিদ্রোহী প্রার্থী লড়বে। এ নিয়ে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের মধ্যে কোন্দল, সংঘর্ষ ও প্রাণহানীর আশঙ্কা দেখা দিয়েছে। কুষ্টিয়ার ১১টি ইউনিয়নের প্রার্থীতা ঘোষণার পর পরই সবখানেই বিদ্রোহ দেখা দিয়েছে। অধিকাংশ ইউনিয়নে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিদ্র্রোহীরা নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন