আলী রেজা রাজুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী রেজা রাজুর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি শোক জানান।
শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী আলী রেজা রাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে ইন্তেকাল করেন আলী রেজা রাজু (৭২)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চিত্রনায়ক ফেরদৌসের শ্বশুর।
শুক্রবার বাদ আসর মরহুমের বাসভবনে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাযা শনিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং বাদ আসর যশোর ঈদগা মাঠে তৃতীয় নামাজে জানাযা শেষে শহরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













