আলোচনা করে আ. লীগের কাউন্সিলে যাওয়ার সিদ্ধান্ত : ফখরুল

দলীয় ফোরামে আলোচনা করে আওয়ামী লীগের কাউন্সিলে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা জানান।
বিএনপি নেতা বলেন, ‘এখানে আমরা খুশি হতাম, যখন তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের কাউন্সিলে, গতবার। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য তারা আমাদের সেই কাউন্সিলে আসেননি। এই কাউন্সিল থেকে বাংলাদেশে গণতন্ত্র যে হারিয়ে গেছে তাদের হাতে, সেই গণতন্ত্রকে তাঁরা ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। এই কাউন্সিল থেকে তার সূচনা তাঁরা করবেন। আমরা সিদ্ধান্ত নেব, আজকে পেয়েছি, যে আমরা তাদের কাউন্সিলে অংশগ্রহণ করব কি না।’
মির্জা ফখরুল বলেন, ‘দুঃখজনকভাবে আওয়ামী লীগ সংকটের মূল জায়গাটি তাঁরা ধরতে পারছেন না। বাংলাদেশের রাজনৈতিক সংকটের মূল বিষয়টাই হচ্ছে, যে নির্বাচন ব্যবস্থা তাঁরা নিয়ে এসেছেন, যেভাবে তাঁরা শুরু করেছেন সে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে কোনোদিনই জনগণের সঠিক প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন না। সেটা কখনোই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে না।’
এর আগে আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের আমন্ত্রণপত্র নিয়ে দলের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল যায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। বিএনপি মহাসচিবের হাতে তুলে দেওয়া হয় কাউন্সিলের আমন্ত্রণপত্র।
পরে ৭ নভেম্বর উপলক্ষে দলের কর্মসূচী নির্ধারণে করা যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশসহ ১০ দিনের কর্মসূছি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন