আলোচিত নিরাপত্তা বিল পাস জাপান পার্লামেন্টে
জাপানের পার্লামেন্ট শুক্রবার রাতে বিতর্কিত নিরাপত্তা বিলটি পাস করেছে। এটিপাসের ফলে এখন থেকে বাইরের দেশগুলোর যুদ্ধক্ষেত্রে সেনা মোতায়েন করতে পারবে টোকিও সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০ বছর পর এই সুযোগ পেতে চলেছে জাপান।
বিরোধী দলীয় নেতাদের তীব্র বাদানুবাদের মধ্যেই শুক্রবার রাতে জাপান পার্লামেন্টর উচ্চকক্ষে বিলটি পাস হয়। বিলটি এখন নতুন আইনে পরিণত হবে। এর আগেও বিরোধীদলীয় আইনপ্রণেতারা এ সংক্রান্ত বিলগুলো ঠেকাতে বিভিন্ন রকমের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।
এ আইন পাস হওয়ার ফলে ৭০ বছরের মধ্যে এই প্রথম জাপানি সেনারা দেশের বাইরে গিয়ে যুদ্ধে অংশ নিতে পারবেন। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জাপানের শান্তিবাদী ভাবমূর্তি নষ্ট হবে বলে দেশে সমালোচনা হচ্ছে। এতদিন ধরে জাপান কেবল আত্মরক্ষার জন্য সেনাবাহিনী ব্যবহার করতে পারত।
জাপানের পার্লামেন্ট ‘ডায়েটের’ উচ্চকক্ষের প্রেসিডেন্ট মাসাকি ইয়ামাজাকি জানান, আইনটির পক্ষে ভোট পড়ে ১৪৮টি। আর বিপক্ষে ৯০টি।
পার্লামেন্টের উচ্চকক্ষে প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন জোট সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এ কারণেই পার্লামেন্টের ভেতরে-বাইরে জোরালো বিরোধিতা সত্ত্বেও শুক্রবারআইনটি চূড়ান্তভাবে পাস হয়েছে। এর আগে এ সংক্রান্ত বিলটি নিম্নকক্ষেও পাস হয়েছে। তবে শুক্রবার বিতর্কিত এ বিলটির ওপর যখন ভোটাভুটি চলছিল তখনও পার্লামেন্ট ভবনের বাইরে সমবেত বহু মানুষকে এই বিলের বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন