আল্লাহর অশেষ রহমত নেত্রীকে হেফাজত করেছে: কাদের

হাঙ্গেরি সফরে যাওয়ার সময় অল্পের জন্য বিমান দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মোনাজাতে যোগদান শেষে বলেছেন, আল্লাহর রহমত নেত্রীকে হেফাজত করেছে।
ওবায়দুল কাদের বলেন, ‘সেদিন আমাদের ইতিহাসে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারতো। সেদিন মহাসংকটের আরেকটা কালো ছায়া জাতীয় জীবনে নেমে আসতে পারতো। আল্লাহর অশেষ রহমত নেত্রীকে হেফাজত করেছে।’
তিনি বলেন, ‘বিমানের যান্ত্রিক ত্রুটির বিষয়টি তদন্ত হচ্ছে। তদন্তের আগে আমরা শাসক দল হিসেবে কিছু বললে তদন্ত প্রভাবিত হতে পারে। তদন্ত চলছে- এটা অবহেলা নাকি ষড়যন্ত্র, নাকি ইচ্ছাকৃত তা বেরিয়ে আসবে। তবে প্রাথমিক তদন্তে উদাসীনতার জন্য পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
বিমানে ত্রুটির বিষয়ে তদন্ত চলাকালে কথা না বলতে দলের নেতাদেরকে অনুরোধ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে রাজধানী ঢাকাসহ সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয়ভাবে দোয়া ও প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা বায়তুল মোকাররমে মিলাদ ও দোয়া মাহফিল, দুপুর ১২টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে প্রার্থনাসভা, সকাল সাড়ে ১০টায় মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায় মিরপুরের সেনপাড়ায় সকাল ৯টায় বাংলাদেশ ব্যাপ্টিস চার্চ সংঘে বিশেষ প্রার্থনা সভায় অংশ নেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন