আল্লাহর রহমতে সব জায়গাতেই সফল হয়েছি: মাশরাফি
বিশ্বকাপ আসর শেষ করে জাতীয় দলের এই অধিনায়কের চোখ চলতি মাসে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের দিকে। ডিপিএলের এই আসরে কলবাগান ক্রীড়া চক্রের জার্সিতে মাঠে নামবেন তিনি। তবে বলা চলে এখানে মাশরাফি স্রেফ অধিনায়ক ছাপিয়ে হবেন অভিভাবক।
তবে মজার ব্যাপার হরেঅ গত দেড় বছরে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, তাতে ঘরোয়া ক্রিকেটেও তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাওয়ার কথা। হয়েছে উল্টো। ‘আইকন’ ও ‘এ প্লাস’ গ্রেডের ক্রিকেটারদের দল বাছাইয়ে ১২ ক্লাবের প্রথম ১০টিই ডাকেনি
মাশরাফিকে। শেষ পর্যন্ত লটারিতে ১১ নম্বরে থাকা কলাবাগান নিয়েছে তাকে।
ক্যারিয়ারের এই পর্যায়ে মাশরাফির জন্য এটি খুব সুখকর হওয়ার কথা নয়; হয়ওনি। প্লেয়ার্স ড্রাফটের সময় পরিবার নিয়ে ছিলেন ভারতে। ১০ ক্লাবের উপেক্ষার খবরে ধাক্কামতো খেয়েছিলেন। তবে দ্রুতই সামলে নিয়েছেন নিজেকে। জানালেন, সেই ধাক্কাটাকেই করে নিয়েছেন শক্তি।
“আমার কাছে এই সব ব্যাপার সব সময়ই অনুপ্রেরণা জোগায়। বিপিএলের প্রথম নিলামেও আমি আনসোল্ড ছিলাম। পরে শেষ দিকে ঢাকা গ্ল্যাডিয়েটর্স আমাকে নিয়েছিল। আগের বারের ঢাকা লিগেও এ রকমই। কেউ যখন নিচ্ছে না, মোহামেডান শেষ মূহূর্তে নিয়েছিল। আল্লাহর রহমতে সব জায়গাতেই ভালো খেলেছি। মোহামেডান যখন একদমই ভালো করছিল না, টানা চারটি ম্যাচ জিতে আমরা সুপার লিগে খেলেছিলাম।”
“বিপিএলে কুমিল্লা দলে নেওয়ার পর কিছু কথা হয়েছিল আমাকে নিয়ে, আমি কিন্তু রাগ করিনি। একটা কথাই ভেবেছি যে মাঠে খেলে প্রমাণ করে দিতে হবে। সেটাই চেষ্টা করেছি। তো এসব ব্যাপার আমাকে অনুপ্রাণিতই করে।”-বিডি নিউজ
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন