রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আল্লাহ তাআলা যে উদ্দ্যেশে পৃথিবী সৃষ্টি করেছেন

প্রশ্ন: “লাও লাকা লা মা খালাকতুল আফলাক” (হে রাসূল,
আপনাকে সৃষ্টি না করলে আমি এই বিশ্বজগত সৃষ্টি করতাম
না) – এই হাদীসে কুদসী সম্পর্কে বিজ্ঞ উলামায়ে দ্বীন ও
শরীয়তের মুফতীবৃন্দের অভিমত কী? এটি কোন্
হাদীসগ্রন্থে বিদ্যমান? রাসূলুল্লাহ (দ:)-এর কারণেই
সৃষ্টিকুলের উৎপত্তি হয়েছে, এ কথা কি সত্য? এই
রওয়ায়াতের সমর্থনে আরও আহাদীস আছে কি?
উত্তর: হ্যাঁ, মহানবী (দ:)-এর কারণেই হযরত আদম (আ:) ও সমগ্র
জগতের সৃষ্টি হয়েছে। তিনি না হলে আরশ ও ফরশ, লওহ ও
কলম, বেহেশত ও দোযখ, গাছ ও পাথর এবং অন্যান্য সকল
সৃষ্টি অস্তিত্ব পেতো না। এর সমর্থনে অনেক হাদীস
বিরাজমান।
হাদীস নং-১ : হাকিম নিজ ‘মোসতাদরেক’, বায়হাকী তাঁর
‘দালাইল আন্ নবুওয়া’, তাবরানী নিজস্ব ‘কবীর’, আবূ নুয়াইম
তাঁর ‘হিলইয়া’, এবং ইবনে আসাকির নিজ
‘তারিখে দিমাশক’ পুস্তকে উদ্ধৃত করেন হযরত আমীরুল
মো’মেনীন ফারুকে আ’যম (রা:)-এর বাণী: “হুযূর পূর নূর (দ:)
বলেন যে মহান আল্লাহ বলেছেন, আদম (আ:) যখন গন্দুম
খেলেন, তখন তিনি আরয করেন, এয়া আল্লাহ! মোহাম্মদ
(সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)-এর ওয়াস্তে আমায়
মাফ করুন। এমতাবস্থায় আল্লাহ বলেন, ওহে আদম!
তুমি কীভাবে তাঁর কথা জানলে যেহেতু
আমি তাঁকে এখনো সৃষ্টি করি নি? আদম (আ:) উত্তর দেন,
এয়া আল্লাহ! আপনি আমাকে সৃষ্টি করে আমার মাঝে রূহ
ফোঁকার পরে আমি মাথা তুলে দেখতে পাই
আরশে লেখা রয়েছে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর
রাসূলুল্লাহ (দ:)’। তাই আমি বুঝতে পারি যে আপনার
সবচেয়ে প্রিয় কারো নাম-ই আপনার নামের
পাশে আপনি যুক্ত করেছেন। অতঃপর আল্লাহ বলেন,
ওহে আদম! তুমি সত্য বলেছ। নিশ্চয় মহানবী (দ:) আমার
সবচেয়ে প্রিয়ভাজন, আর তাই তুমি যখনই তাঁর অসিলায়
আমার কাছে চেয়েছ, তখনই আমি তোমায় ক্ষমা করেছি।
রাসূলুল্লাহ (দ:) না হলে আমি তোমাকে সৃষ্টি করতাম না
।” (ইমাম সুবকী কৃত ’আশ্ শিফাউস্ সিকাম’
এবং শেহাবউদ্দীন খাফাজী প্রণীত ‘নাসীম আর-রিয়াদ’
বইগুলোতেও বর্ণিত)
হাদীস নং-২ : হাকিম তাঁর ‘মোসতাদরেক’ গ্রন্থে এবং আবূ
শায়খ নিজ ‘তাবকাত আল-ইসফাহানী’ পুস্তকে হযরত
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণনা করেন,
যিনি বলেন: “আল্লাহ পাক হযরত ঈসা (আ:)-কে বলেছেন,
ওহে ঈসা! মহানবী (দ:)-এর প্রতি ঈমান আনো এবং তোমার
উম্মতকেও তা করতে বলো। রাসূলুল্লাহ (দ:)
না হলে আমি আদমকে সৃষ্টি করতাম না, বেহেশত
বা দোযখও সৃষ্টি করতাম না ।” (ইমাম তাকিউদ্দীন
সুবকী রচিত ‘শিফাউস্ সিকাম’ ও শায়খুল ইসলাম আল-
বুলকিনী প্রণীত ‘ফতোওয়া’ এবং ইবনে হাজর রচিত ‘আফদাল
আল-কুরআন’ গ্রন্থগুলোতেও উদ্ধৃত)
হাদীস নং-৩ : ইমাম দায়লামী নিজ ‘মুসনাদ আল-ফেরদউস’
কেতাবে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা:)
থেকে বর্ণনা করেন, যিনি বলেন: “রাসূলে খোদা (দ:)
বলেছেন যে হযরত জিবরীল আমীন (আ:) তাঁর কাছে আসেন
এবং উদ্ধৃত করেন আল্লাহর বাণী, ‘আমি (খোদা স্বয়ং)
আপনাকে (রাসূল-এ-পাক সাল্লাল্লাহু
আলাইহে ওয়া সাল্লামকে) সৃষ্টি না করলে বেহেশত
বা দোযখ সৃষ্টি করতাম না’।”
হাদীস নং-৪ : ইবনে আসাকির উদ্ধৃত করেন হযরত সালমান
ফারিসী (রা:)-কে, যিনি বলেন: “হযূর পূর নূর (দ:)-এর কাছে
জিবরীল আমীন (আ:) এসে পৌঁছে দেন আল্লাহর বাণী,
‘(হে রাসূল) আপনার চেয়ে অধিক সম্মানিত আর কাউকেই
আমি সৃষ্টি করি নি। আমি বিশ্বজগত ও এর মধ্যে যা কিছু
আছে তার সবই
সৃষ্টি করেছি যাতে তারা জানতে পারে আপনার মহান
মর্যাদা সম্পর্কে। আমি এই বিশ্বজগত সৃষ্টি করতাম না,
যদি আপনাকে সৃষ্টি না করতাম ’।”
হাদীস নং-৫ : ইমাম শেহাবউদ্দীন ইবনে হাজর
আসকালানী বলেন, “এই সকল বর্ণনা ব্যক্ত
করে যে মহানবী (দ:)-কে সৃষ্টি করা
না হলে আল্লাহতা’লা আসমান-জমিন, বেহেশ্ত-দোযখ,
চন্দ্র-সূর্য কিছুই সৃষ্টি করতেন না।”
এই বিষয়ে আরও অনেক আহাদীস আছে যা ইমাম আহমদ
রেযা খান সাহেব তাঁর ‘তাজাল্লী আল-এয়াকীন
বি আন্না নাবিই-ইয়ানা সাইয়্যেদিল মুরসালীন’
শিরোনামের চমৎকার গ্রন্থে সংকলন করেছেন; আর
নিঃসন্দেহে সত্যপন্থী বুযূর্গানে দ্বীন ও উলামাবৃন্দ
মহানবী (দ:)-কে ’হযরত আদম (আ:) ও বিশ্বজগত সৃষ্টির কারণ’
হিসেবে সম্বোধন করেছেন। তাঁদের এ সব বাণী সংকলন
করলে বিশালাকৃতির বই হবে। এর মধ্য থেকে কিছু
বাণী উদ্ধৃত করা হলো:
উদ্ধৃতি-১ : ইমাম সাইফুদ্দীন আবূ জা’ফর বিন উমর আল-
হুমাইরী আল-হানাফী নিজ ‘আদ-দুররূল তানযীম
ফী মওলিদিন্ নাবিই-ইল করীম’ শীর্ষক কেতাবে বলেন:
আল্লাহতা’লা যখন হযরত বাবা আদম (আ:)-কে সৃষ্টি করেন,
তখন তিনি তাঁর মনে এই ভাবের উদয় করেন যার দরুণ
তিনি মহান প্রভুকে প্রশ্ন করেন, ”এয়া আল্লাহ!
আপনি আমার কুনিয়া (বংশ-পরম্পরার নাম) কেন ’আবূ
মোহাম্মদ’ (মোহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহে ওয়া সাল্লামের পিতা) করেছেন?” আল্লাহ
উত্তরে বলেন, “ওহে আদম! তোমার মাথা তোলো।”
তিনি শির উঠিয়ে আরশে মহানবী (দ:)-এর নূর (জ্যোতি)
দেখতে পান। হযরত আদম (আ:) জিজ্ঞেস করেন,
“এয়া আল্লাহ! এই নূর কোন্ মহান সত্তার?”
আল্লাহতা’লা জবাবে বলেন, “তোমার বংশেই এই মহান
নবী (দ:)-এর জন্ম। আসমানে তাঁর নাম আহমদ (সাল্লাল্লাহু
আলাইহে ওয়া সাল্লাম) এবং জমিনে মোহাম্মদ
(সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)।
আমি তাঁকে সৃষ্টি না করলে তোমাকে বা আসমান ও
জমিনকে সৃষ্টি করতাম না ।”
উদ্ধৃতি-২ : সাইয়্যেদ আবূল হুসাইন হামদূনী শাযিলী তাঁর
‘কাসিদায়ে দা’লিয়া’তে লেখেন: “প্রিয়নবী (দ:) হলেন
সারা বিশ্বজগতের মধ্যমণি এবং সকল সৃষ্টির কারণ
(অসিলা)। তিনি না হলে কিছুই অস্তিত্ব পেতো না ।”
উদ্ধৃতি-৩ : ইমাম শরফউদ্দীন আবূ মোহাম্মদ বুসিরী তাঁর কৃত
‘কাসিদা-এ-বুরদা’ কাব্য-পুস্তকে লেখেন: “রাসূলুল্লাহ (দ:)
না হলে দুনিয়া অস্তিত্বশীল হতো না।”
উদ্ধৃতি-৪ : ইমাম বুসিরী (রহ:)-এর কাব্যের ব্যাখ্যামূলক
পুস্তকে ইমাম শায়খ ইবরাহীম বাইজুরী লেখেন: “হুযূর করীম
(দ:) অস্তিত্বশীল না হলে বিশ্বজগত-ই অস্তিত্বশীল
হতো না। হযরত আদম (আ:)-কে আল্লাহ বলেন, ‘মহানবী (দ:)
অস্তিত্বশীল না হলে আমি তোমোকে সৃষ্টি করতাম না ।
হযরত আদম (আ:) হলেন মনুষ্যজাতির আদি পিতা, আর
পৃথিবীতে যা কিছু আছে সবই মানুষের জন্যে সৃষ্ট। তাই হযরত
আদম (আ:)-কে যেহেতু রাসূলে খোদা (দ:)-এর অস্তিত্বের
কারণে সৃষ্টি করা হয়েছে, সেহেতু সমগ্র জগতই মহানবী (দ:)-
এর কারণে সৃষ্ট বলে প্রতীয়মান হয়। অতএব, সকল
অস্তিত্বশীল সত্তার সৃষ্টির কারণ হলেন বিশ্বনবী (দ:) ।”
উদ্ধৃতি-৫ : কাসিদা-এ-বুরদা কাব্য সম্পর্কে আল্লামা খালেদ
আযহারী মন্তব্য করেন: “রাসূলে পাক (দ:)-এর কারণেই
দুনিয়া অনস্তিত্ব থেকে অস্তিত্ব পেয়েছে।”
উদ্ধৃতি-৬ : মোল্লা আলী কারী লেখেন: ”রাসূলুল্লাহ (দ:)-এর
আশীর্বাদ ও মহত্ত্ব ছাড়া সমগ্র এই বিশ্বজগত অস্তিত্ব
পেতো না এবং আল্লাহ ছাড়া কিছুই অস্তিত্বশীল
থাকতো না।”
উদ্ধৃতি-৭ : আল্লামা আবূল আয়াশ আবদুল
আলী লাখনৌভী নিজ ‘ফাওয়াতিহ আর-রাহমূত
শরহে মোসাল্লাম আস্ সুবূত’ পুস্তকে লেখেন:
“রাসূলে খোদা (দ:) অস্তিত্বশীল না হলে সৃষ্টিকুল
আল্লাহর রহমত-বরকত (আশীর্বাদ)-ধন্য হতো না।”
মহানবী (দ:) সৃষ্টিকুলের অস্তিত্বের মূল, এই প্রতিপাদ্য
বিষয়ের সত্যতা ও প্রামাণিকতা সম্পর্কে বিতর্ক একমাত্র
মূর্খ লোকেরাই করতে পারে। হুযূর পূর নূর (দ:)-এর কারণেই
আল্লাহ পাক সমগ্র বিশ্বজগত সৃষ্টি করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী

কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায়  ভয়াবহ রূপ ধারণ করেছে।  মানুষজনবিস্তারিত পড়ুন

এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী

এসএমই ফাউন্ডেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন সাবেকবিস্তারিত পড়ুন

কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল মসজিদের মোয়াজ্জেম ও অন্তঃসত্ত্বা স্ত্রীর

কক্সবাজারে পাহাড় ধসে মারা গেলেন মসজিদের এক মুয়াজ্জিন এবং তারবিস্তারিত পড়ুন

  • গুরুতর অসুস্থ কে এম সফিউল্লাহ
  • সৌদি আরবে হজ পালনের সময় অন্তত ১৯ জনের মৃত্যু
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • রাজধানীর পান্হপথে ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাসার রান্নাঘরে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
  • বাজেট হয় কাগজে কলমে, প্রতিফলন নেই সমাজে
  • রাজধানীতে স্বস্তির বৃষ্টি
  • ভেঙে যাচ্ছে সুন্দরবনের উপকূলীয় এলাকা
  • ঢাকার প্রাকৃতিক জলাশয় রক্ষায় উদ্যোগ গ্রহণ করা হয়েছে: বিভাগীয় কমিশনার
  • রাজধানীতে পিস্তল লোড-ডাউনলোডের সময় অস্ত্রের দোকানের কর্মচারী গুলিবিদ্ধ
  • গাজীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ২