আল-আমিনের পেছনে সাকিবও
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও খুব বেশি আলোচনায় কখনোই আসতে পারেননি আল-আমিন হোসেন। প্রথম একাদশে জায়গা করে নেওয়ার জন্যই বেশ কষ্ট করতে হতো ডানহাতি এই পেসারকে। কিন্তু এ বছরের শুরু থেকে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নজর কাড়ছেন আল-আমিন। এশিয়া কাপ ও বিশ্বকাপে দারুণ বোলিং করে ঢুকে পড়েছেন টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে। পেছনে ফেলে দিয়েছেন সাকিব আল হাসানকেও।
আইসিসির সর্বশেষ বোলিং র্যাঙ্কিংয়ে ৬৩৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে আছেন আল-আমিন। অষ্টম স্থানে থাকা সাকিবের রেটিং ৬২৭। আল-আমিনের আগে আছেন শুধু মিচেল ম্যাকক্লেগান, শহীদ আফ্রিদি, ইমরান তাহির, রবীচন্দ্রন অশ্বিন ও সুনীল নারাইন। শুধু পেসারদের হিসাব করলে টি-টোয়েন্টিতে আল-আমিনের অবস্থান দ্বিতীয়। সামনে শুধু নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ম্যাকক্লেগান।
২০১৪ সালের নভেম্বরের পর প্রায় এক বছর দলের বাইরে ছিলেন আল-আমিন। ফিরেছিলেন ২০১৫ সালের নভেম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। তখন থেকেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন এই ডানহাতি পেসার। এশিয়া কাপের ফাইনালে ওঠার পেছনেও বড় অবদান ছিল আল-আমিনের বোলিংয়ের। এশিয়া কাপের পাঁচ ম্যাচে ১১ উইকেট নিয়ে মোহাম্মদ আমির, আশিস নেহরা, নুয়ান কুলাসেকারাদের পেছনে ফেলে দিয়েছিলেন আল-আমিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের দুটি ম্যাচে পাঁচ ওভার বল করেই তিনি নিয়েছেন তিনটি উইকেট।
টি-টোয়েন্টির বোলিং র্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে আছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনজুরির কবলে পড়ে মাঠের বাইরে থাকায় পিছিয়ে যেতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। ৫১৩ রেটিং নিয়ে বাঁ-হাতি এই পেসার আছেন ৩৯ নম্বর অবস্থানে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন