আশরাফুলকে নিয়ে একি বললেন মাশরাফি
বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালের জুন মাস থেকে সকল প্রকার আন্তর্জাতিক ম্যাচ থেকে নিষিদ্ধ হন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
আর এই নিষেধাজ্ঞা সময়ে ঘটে গেল কত কি। আনিকা তাসলিমা আর্চিকে বিয়ে করলেন ২০১৫ সালের শেষের দিকে। এমনকি সর্বপরি বাবাও হতে যাচ্ছেন তিনি। তবে আরো সুখের খবর হচ্ছে সহসায় জাতীয় দলের ফেরার নিষেধাজ্ঞা ফুরাচ্ছে তার। অর্থাৎ ২০১৬ সালের আগস্ট মাস। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন মোহাম্মদ আশরাফুল।
আর এ দিকে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে নিয়ে বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাকে নিয়ে লিখিত বই মাশরাফিতে বলেন, -“আমাদের সময়ে এসে মোহাম্মদ আশরাফুলের কথা বলতেই হবে। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সেরা ব্যাটসম্যান ছিলো।”
প্রসঙ্গত, মোহাম্মদ আশরাফুল নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ৬১ টেস্ট খেলে রান করেছেন ২ হাজার ৭৩৭। যেখানে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফসেঞ্চুরি। ১৭৭টি ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৩ হাজার ৪৬৮ রান। যেখানে ৩টি সেঞ্চুরির পাশাপাশি ২০টি হাফসেঞ্চুরি রয়েছে তার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন