‘আশরাফুল তো আসলে আশরাফুলই’

নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ ৩ বছর পর জাতীয় লিগে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের জনপ্রিয় খেলোয়াড় আশরাফুল। নিষেধাজ্ঞার পর বোর্ডের অধীনে এটিই আশরাফুলের প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট।
এবারের আসরে খেলেছেন ঢাকা মেট্রোর হয়ে। এ পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছেন। তবে খুব একটা রান পাননি। ৫ ম্যাচ মিলিয়ে মোট রান ১২৩। তার মধ্যে এক ইনিংসে সর্বোচ্ছ করেছেন ৩৯। ৫ ম্যাচের মধ্যে ব্যাট হাতে নিয়েছেন ৬ ইনিংসে।
ব্যাটে সেভাবে রান না পেলেও আশরাফুলের মাঝে রানের ক্ষুধা ঠিকই দেখছেন দলের কোচ মিজানুর রহমান বাবুল। লম্বা বিরতির পর ফেরা আশরাফুলের নিজেকে মেলে ধরার চেষ্টা কতটা ছিল-এমন প্রশ্নের জবাবে ইতিবাচক মন্তব্যই করলেন ঢাকা মেট্রোর এ কোচ, ‘আশরাফুল কত রান করেছে সেটি আমি সামনে আনতে চাচ্ছি না। বড় কথা হলো আশরাফুলের চোখে রানের ক্ষুধা দেখেছি। তার মাঝে চেষ্টা আছে স্বরূপে ফেরার। আশরাফুল তো আসলে আশরাফুলই। হয়তো বড় রান করতে পারেনি। তবে শিগরিরই সে ফিরবে। আমি আশাবাদী।’
‘প্রায় চার বছরের মতো মেইন স্ট্রিমে খেলেনি। হয়তো এখানে-ওখানে খেলেছে। সেটা কিছুটা কাজে লাগছে। একটু সময় তো দিতেই হবে। ফিটনেসে আরেকটু উন্নতি করতে পারলে মনে হয় আগের ছন্দ ফিরে পাবে।’ যোগ করেন মিজানুর।
জাতীয় লিগে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে সফল ছিলেন আশরাফুল। ৬ ইনিংসে নিয়েছেন ৮ উইকেট। সেরা বোলিং ৬২ রানে ৪ উইকেট। ব্যাটিংটা শেষ ম্যাচেই কী দেখাবেন আশরাফুল? আগামীকাল জাতীয় লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডে আশরাফুলের দল ঢাকা মেট্রো খেলবে খুলনা বিভাগের বিপক্ষে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন