আশরাফুল ভাই ফিরলে যে কোনো কিছুই সম্ভব, বললেন তামিম

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে নিজের ফেসবুক পাতায় সরাসরি ভক্তদের সঙ্গে কথা বলেছেন তামিম। সেখানে এক ভক্ত তাকে আশরাফুলের ফেরা নিয়ে প্রশ্ন করেন।
জবাবে তামিম বলেন, ‘আশরাফুল ভাই তার অপরাধের শাস্তি শেষ করেই ফিরছেন। আমি মনে করি, ফেরার পর তাকে অন্য চোখে দেখা উচিত নয়।’
তামিম ইকবাল এ সময় বলেন যে, ‘আশরাফুল ভাইয়ের মতো ট্যালেন্টেড ব্যাটসম্যান বাংলাদেশে আর আসেনি। উনি যদি শাস্তির মেয়াদ শেষ করে ফিরেন এবং নিজের প্রতিভার প্রতি সুবিচার করে খেলেন, তাহলে আমার মনে হয় যে কোনো কিছুই সম্ভব।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনায় জড়িয়ে পড়েন আশরাফুল। পরে আইসিসির কাছে নিজের অপরাধ
স্বীকার করে শাস্তি মেনে নেন তিনি। চলতি বছরের আগস্টে শেষ হচ্ছে আশরাফুলের শাস্তির মেয়াদ।
মেয়াদ শেষে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পেয়ে যাবেন তিনি। সেখানে ভালো খেলতে পারলে খুলে যেতে পারে জাতীয় দলের দরজাও। মাত্রই ৩০ বছর পেরোনো আশরাফুলের পক্ষে জাতীয় দলে ফেরাটা কঠিন হলেও অসম্ভব নয়।
মোহাম্মদ আশরাফুলের সঙ্গে জাতীয় দলে ১৩০টি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অভিষেকেই সেঞ্চুরি করা আশরাফুলকে তাই ভালোই চেনা তামিমের। বর্তমানে এক নম্বরে থাকা তামিম ইকবালের বিশ্বাসটা তাই একদম অমূলক নয়।
আসলেই যদি আশরাফুল জাতীয় দলে ফিরে নিজের প্রতিভাবের প্রতি সুবিচার করতে পারেন, তবে যে কোনো কিছুই সম্ভব।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন