আশরাফুল মূলত ২টি কারণে বেশি সুন্দরী মেয়েকে বিয়ে করছেন না
বাংলাদেশের ক্রিকেট রাজপুত্র মোহাম্মদ আশরাফুল আগামী ১১ ডিসেম্বর বিয়ে করতে যাচ্ছেন। আশরাফুলের হবু স্ত্রীর নাম অনিকা তাসলিমা অর্চি। ১০ ডিসেম্বর গায়ে হলুদ, পরের দিন বিয়ের মূল আনুষ্ঠানিকতা এবং ১২ ডিসেম্বর বৌভাত অনুষ্ঠিত হবে। ৩১ বছর বয়সি আশরাফুল আশরাফুল নিজেই বিয়ের এ খবর নিশ্চিত করেছেন। গণমাধ্যমের খবরে তা ইতিমধ্যে সবাই জেনে গেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আশরাফুল ভক্তরা তার বিয়ে নিয়ে নানা ধরণের মন্তব্য করেছেন। ভক্তদের মধ্যে একটা বিরাট অংশ বলেছেন আশরাফুল তো অর্চির চেয়েও অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতেন। বিষয়টি সম্পর্কে আশরাফুুল বলেন, আসলে আমি মূলত দু’টি কারণে বেশি সুন্দরী মেয়েদের পছন্দ বিয়ে করছি না। তারমধ্যে এক নম্বর কারণ হলো আমার পরিবারের সিদ্ধান্ত মোতাবেক আমি অর্চিকে বিয়ে করছি। সুতরাং অর্চিই আমার চোখে বিশ্বসুন্দরী। আর দুই নম্বর কারণ হলো সুন্দরী মেয়ে হলেই যে সংসার সুখি হবে তা আমি বিশ্বাস করি না। কারণ সংসার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা। ভালোবাসাহীন সংসার জীবন্ত লাশের মতো। দেরিতে বিয়ে করতে যাওয়া প্রসঙ্গে আশরাফুল বলেন, অন্যান্য সতীর্থদের তুলনায় একটু দেরীতে বিয়ে করতে যাচ্ছি। তবে এটা আমার জন্য ভালোই হবে বলে মনে হচ্ছে। কারণ আগেই বিয়ে করে ফেললে বাচ্চা-কাচ্চা হয়ে সংসারী হয়ে যেতাম। তখন ক্রিকেটে ফেরার এনার্জি হয়তো সেভাবে থাকত না। জুলাইয়ের মাঝামাঝিতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল হয় তাদের। অর্চি বর্তমানে পড়ালেখা করছে। অর্চির বাবা পেশায় একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তবে ঢাকার এলিফেন্ট রোডে বসবাস করেন তারা। দুই ভাই-বোনের মধ্যে অর্চি বড়। ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের অভিষেক। তিনি মোট ৬১ টেস্ট ও ১৭৭টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তার সংগ্রহ ২৭৩৭ রান। এর মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি। অন্যদিকে, ওয়ানডেতে তার মোট রান ৩৪৬৮। এর মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরি। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হন আশরাফুল। অভিযোগ প্রমাণিত হওয়ায় পরের বছরের জুনে তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এই রায়ের বিপক্ষে আপিল করলে শাস্তির মেয়াদ দুই বছর কমিয়ে আনা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন