আশাশুনিতে এক কলাগাছে ৩৫ মোচা
সাতক্ষীরার জেলার আশাশুনি উপজেলার জোড়দিয়া গ্রামে একটি কলা গাছে ২৫টি মোচা (মঞ্জরি) বের হয়েছে।
আশাশুনি উপজেলার ফিংড়ি ইউনিয়নের উত্তর-পশ্চিম জোড়দিয়া গ্রামের মৃত মকবুল সরদারের ছেলে কৃষক আব্দুর রহমান তার মৎস্য ঘেরের বাঁধে (ভেড়ি) ৫টি কলাগাছ রোপণ করেন। যার মধ্যে একটি গাছে কয়েক দিন আগে থেকে মোচা বের হতে শুরু করে। প্রথমে একটি এবং পরবর্তীতে একে একে ৩৫টি মোচা বের হয়েছে।
এতগুলো মোচা বের হওয়ার খবর পেয়ে এলাকার মানুষ এক নজর দেখতে ভিড় করছেন।
কৃষক আব্দুর রহমান জানান, কলাগাছটি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে প্রয়োজনীয় পরিচর্যা চালিয়ে যাচ্ছেন। সব কাধিতে কলা টিকিয়ে রাখা না গেলেও অনেকগুলোতে যাতে কলা বড় করা যায় সে ব্যাপারে তিনি কৃষি বিভাগের সহযোগিতা কামনা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন