আওয়ামী লীগের সম্মেলন
আশায় বুক বাঁধছেন তরুণ নেতারা
নবীন-প্রবীণের সমন্বয়েই নতুন কমিটি হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তাঁদের এমন ঘোষণায় আশায় বুক বাঁধছেন দলটির হাজারো তরুণ নেতা। তবে শেষ পর্যন্ত কার ঠাঁই হচ্ছে কেন্দ্রীয় কমিটিতে সেজন্য অপেক্ষা করতে হবে ২২-২৩ অক্টোবর পর্যন্ত।
১৯৪৯ সালে রোজ গার্ডেনে যাত্রা শুরু হয় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের (প্রতিষ্ঠাকালীন নাম আওয়ামী মুসলিম লীগ)। বঙ্গবন্ধু ও তাঁর মেয়ে শেখ হাসিনার হাত ধরেই বর্তমান অবস্থানে পৌঁছেছে দলটি। তবে এ দীর্ঘ পথচলায় ১৯টি সম্মেলনের মাধ্যমে দলটি পেয়েছে অনেক নেতৃত্ব।
গত কয়েকটি সম্মেলনে দেখা যায় প্রবীণদের পরিবর্তে তরুণরাই দলের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্বে এসেছেন। ২৪ জুলাই, ২০০৯-এর সম্মেলনের দিকে তাকালে দেখা যায়, কেন্দ্রীয় কমিটি থেকে ছিটকে পড়েছেন প্রভাবশালী বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। ২০১২ সালের সম্মেলনেও ঠাঁই হয় কয়েকজন তরুণ নেতার। তাই এবারও আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয় কিংবা সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান- সবখানেই দলের তরুণ নেতাদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের সঙ্গে গোপন চুক্তি প্রকাশের আহ্বান হাসনাতের
আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সব গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশেরবিস্তারিত পড়ুন
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেবিস্তারিত পড়ুন
দেশবাসীকে সংযম দেখানোর আহ্বান তারেক রহমানের
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনারবিস্তারিত পড়ুন