‘আশা করি নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি সরকার উপলব্ধি করবে’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা বলেছেন, করপোরেশনের অন্তর্ভুক্ত সবগুলো ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। নির্বাচনের দায়িত্বে থাকা একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যদি এই রকম আশঙ্কা প্রকাশ করেন, তাহলে অবশ্যই ভোটারদের মধ্যে উৎকণ্ঠা বাড়বে। এ অবস্থায় আশা করি নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি সরকার উপলব্ধি করবে।
আজ সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের যৌক্তিকতা তুলে ধরে রিজভী বলেন, নারায়ণগঞ্জ এমন একটি শহর যেখানে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা বেসরকারি দারোগার ভূমিকা পালন করে। সেখানে কথায় কথায় অস্ত্র প্রদর্শন, প্রকাশ্যে গুলিবর্ষণ ও খুনখারাবি নিত্যনৈমিত্তিক ব্যাপার। শাসক দলের প্রভাবশালী নেতা ও ক্যাডাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাহিনীর গোলাবারুদ কমান্ড করে। এ অবস্থায় সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বর্তমান নির্বাচন কমিশনের উদ্দেশে রিজভী বলেন, আওয়ামী লীগের প্রার্থীকে গায়ের জোরে জেতানোর লক্ষ্যে এটি যেন পূর্বের নির্বাচনগুলোর মতো আর একটি রক্তাক্ত অ্যাডভেঞ্চারে পরিণত না হয় এবং জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে নির্বাচন কমিশনকে উদ্যোগী হতে হবে। আমরা চাই, বর্তমান কমিশন তাদের বিদায়ের প্রাক্কালে কমপক্ষে একটি ভালো নির্বাচন উপহার দিয়ে উদাহারণ সৃষ্টি করুক।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন