আশুলিয়ায় অগ্নিকান্ডে ৫ টি ঘর পুড়ে ছাই

আশুলিয়ায় টেঙ্গুরী এলাকার বাসাবাড়িতে আগুন লেগে পাচঁটি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ারডিইপিজেডের সার্ভিসের একটি ইউনিট। তবে পুরে গেছে ঘরের আসবাবপত্র,নগদ টাকা ও স্বর্ণালঙ্কার।
রবিবার দুপুর ১টা ৩০মিনিটে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার আবুল হোসের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেঙ্গুরীর আবুলের টিনশীট বাসাবাড়ির একটি আগুণের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ডিইপিজেড ফায়ার সার্ভিস কে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগীতায় প্রায় আধা ঘন্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় বাসাভাড়ির পাঁচটি ঘরের আসবাপত্র, নগদ টাকাও স্বর্ণালঙ্কার পুড়ে যায়। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে কি কারনে আগুনের সূত্রপাত ঘটে তা এখনো জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন