আশুলিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

ঢাকার আশুলিয়ায় লিপি আক্তার (৩০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী শামীম হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার দিনগত রাতে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্র হাসপাতাল থেকে লিপি আক্তারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
লিপি জামালপুর সদর উপজেলার বগাবাইদ এলাকার মজুদ আলীর মেয়ে। তিনি স্বামীর সঙ্গে আশুলিয়ার গাজিরচট দরগারপাড় এলাকার টুটুলের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
আটক শামীম জামালপুর সদর উপজেলার বাগেরহাটা জিয়া কলেজ এলাকার সামসুল হকের ছেলে। তিনি আশুলিয়ার বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করতেন।
আশুলিয়া থানার এসআই মো. মুহিদুল ইসলাম জানান, পারিবারিক কলহের ঘটনায় সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শামীম ঘরের দরজা বন্ধ করে লিপিকে বেধরক মারধর করে।
পরে লিপির ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা নিহতের স্বামী শামীমকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শামীমকে আটক করে এবং লিপি’র মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপতালের মর্গে পাঠিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন