আশুলিয়ায় নৈশ প্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় নিখোঁজ এক নৈশ প্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ওমর ফারুক। এঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার একটি বাগান বাড়ির কূপ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি কূপে মাটিচাপা দেয়া ছিল।
নিহত ওমর ফারুক ফেনী জেলার মীরগঞ্জ সদর থানার মৃত বীর মুক্তযোদ্ধা মোস্তফা কামালের ছোট ছেলে। তিনি আশুলিয়ার গাজীরচট এলাকার হাজী মোহাম্মদ আলীর নাতি।
আটকেরা হলো- রকি, আল-আমিন, ইয়াছিন ও নেছার। এরা সবাই নিহত ঐ নৈশ প্রহরীর সাথে একই বাগান বাড়িতে পাহারার কাজ করতেন।
নিহতের স্ত্রী মনিরা বেগম জানান, গত দুই দিন আগে ফারুক কাজে যোগ দেওয়ার পর হতে তার আর খোঁজ মেলেনি। সঙ্গীয় বাকি তিন নৈশ প্রহরীর কাছে খোঁজ নিতে গিয়ে জানা যায়, রকির সাথে গত দুই দিন আগে তার স্বামী ফারুকের ঝগড়া হয়। পরে নানাভাবে খোঁজ নিয়ে বিরোধপূর্ণ ভূমির ভিতরে চারটি কূপের একটিতে তার স্বামীর মৃতদেহ রয়েছে বলে জানতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
নিহতের ভাই মো. শিপন জানান, বিরোধ পূর্ণ জমির অন্তঃকোন্দলের জের ধরেই সহকর্মীদের সহযোগিতায় খুন হয়েছেন তার ভাই। রকি ও ইয়াছিন পরিকল্পনা করেই তার ভাইকে হত্যা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা শামীম হাসান জানান, স্বজন ও এলাকাবাসীর খবরে তারা ঘটনাস্থলে এসে একটি কূপ হতে ফারুকের মৃতদেহ উদ্ধার করে। তাদের তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে। আটকেরা নিহত ফারুকের সাথে একই জায়গায় নৈশ প্রহরীর কাজ করত।
তিনি আরো জানান, মৃতদেহটি উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
রাজধানীর বনানী ও ভাটারায় পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহবিস্তারিত পড়ুন
সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন,বিস্তারিত পড়ুন