আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার সামনে বৃষ্টি উপেক্ষা করে অবস্থান নিয়েছে শ্রমিকরা। শ্রমিকরা এসময় কারখানার সামনে বিক্ষোভ মিছিল ও করে।
মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়া ইউনিয়নের দোসাইদ এলাকার রক নীট ওয়্যার লিমিটেড কারখানার সামনে এঘটনা ঘটে।
শ্রমিকরা জানায় রক নীট ওয়্যার গার্মেন্টস এর তিন শতাধিক শ্রমিক ঈদের আগে গত ১০ সেপ্টেম্বর তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল করে। পরে মালিক পক্ষ শ্রমিকদের এক মাসের বেতন দিয়ে ওই দিন কারখানা ছুটি ঘোষনা করে আজ ২০ সেপ্টেম্বর কারখানা খুলে দেওয়ার কথা বলে। কিন্তু শ্রমিকরা ঈদের ছুটি শেষে আজ সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানার সামনে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখতে পায়। পরে শ্রমিকরা কারখানার ভিতরে প্রবেশ করতে না পারায় শ্রমিকরা প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে অবস্থান নেয়। বকেয়া দুই মাসের বেতন, ঈদ বোনাস ও বন্ধ কারখানা খুলে না দিলে কারখানার সামনে অবস্থানে থাকবেন বলে জানিয়েছে শ্রমিকরা।
যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
রাজধানীর বনানী ও ভাটারায় পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহবিস্তারিত পড়ুন
সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন,বিস্তারিত পড়ুন