আশুলিয়ায় ব্যাংক ডাকাতি: ৬ আসামির ফাঁসি
রাজধানী ঢাকার অদূরেবাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় ডাকাতির ঘটনায় ৬ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার আদালত এ রায় দেন।
পুলিশ জানায়, এ মামলার অভিযোগপত্রভুক্ত ১১ জন আসামির মধ্যে সাতজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি খন্দকার আবদুল মান্নান বলেন, প্রত্যক্ষ সাক্ষ্য ও দালিলিক সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে মামলার অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছে।
আদালত সূত্র জানায়, আসামিদের মধ্যে সাতজন ব্যাংক ডাকাতি ও এর পরিকল্পনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষ ৬৪ জন সাক্ষী উপস্থাপন করেছেন।
গত বছরের ২১ এপ্রিল বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় ডাকাতি হয়। ডাকাতি শেষে পালানোর সময় ডাকাতদের ছুরিকাঘাত ও গুলিতে ব্যাংকের কর্মচারীসহ আটজন নিহত হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় ১১ জনকে আসামি করে গত বছরের ১ ডিসেম্বর অভিযোগপত্র দেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক দীপক কুমার সাহা। আসামিরা হলেন বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আবদুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ। পলাশ পলাতক। বাবুল সরদার, মিন্টু প্রধান, উকিল হাসান ও শাজাহান জমাদ্দার ছাড়া বাকিরা জেএমবির সদস্য। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন