আশুলিয়ায় ‘ভূত–আতঙ্ক’, ৪৯ জন অসুস্থ!

আশুলিয়ায় ‘ভূত–আতঙ্কে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আজ শনিবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ডেকো ডিজাইন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকরা জানান, দুপুরের খাবারের পর কাজ শুরুর আগে একজন শ্রমিক শৌচাগারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর আরও কয়েকজনের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। শৌচাগারে অসুস্থ শ্রমিকেরা দাবি করেন, সেখানে গিয়ে ‘ভূতের মতো কিছু একটা’ দেখে অসুস্থ হয়ে পড়েন। অন্য শ্রমিকদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে কারখানার ছয়তলা ভবনের বিভিন্ন তলার শ্রমিকদের মধ্যে ভূত–আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় একের পর এক শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। তাদের চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন শ্রমিক সাথি দাস, মুক্তি খাতুন ও রূপাসহ আরও কয়েকজন বলেন, শৌচাগারে ‘ভূতের মতো কিছু একটা’ দেখে তাদের কয়েকজন সহকর্মী অসুস্থ হয়ে পড়েন। এই খবর শোনার পর পরই তাদের মধ্যে ভূত–আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তারা হাত-পা ও পেটে ব্যথাসহ বমি বমি ভাব অনুভব করতে থাকেন। একপর্যায়ে অনেকে অচেতন হয়ে পড়েন।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিচালক (পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকজন শ্রমিকের অসুস্থ হওয়ার খবর শোনার পরপরই শ্রমিকদের মধ্যে ভূত–আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন