আশুলিয়ায় ভয়াবহ লোডশেডিং জনজীবন অতীষ্ট ।
শিফাত মাহমুদ ফাহিম, ঢাকা জেলার শিল্প নগরী আশুলিয়া থানায় পূর্ব নোটিশ ছাড়ায় প্রতিনিয়ত ভয়াবহ লোডশেডিং এ অতীষ্ট হয়ে পড়েছে আশুলিয়া বাসী ।
চাহিদার চেয়ে বহুগুণ বিদ্যুৎ সংযোগ বৃদ্ধি ও অবৈধ গ্রাহকদের কারনে লোডশেডিং এর মাএা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।সম্প্রতিক অটোরিক্সার চার্জ গ্রহনের ফলে কারখানার চাহিদা পূরন তো দূরের কথা অফিস আদালত ও আবাসিক চাহিদা মেটাতে পারছে না ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্তনে যা আবাসিক গ্রাহক রয়েছে তার চেয়ে বেশি সংখ্যক র্চাজার ভ্যান ও ইজিবাইক রয়েছে। সম্প্রতিক ঢাকা শহরে ইজিবাইক ও চার্জ ভ্যান চালানো নিষিদ্ধ করলে ও থেমে নেই তাদের চলা । সরজমিনে ঘুরে দেখা যায় চাজ ভ্যান করার জন্য তারা নিদিষ্ট গ্যারেজ তৈরি করেছে ।
এ রকম গ্যারেজ আশুলিয়া থানায় পথে ঘাটে দেখা মিলে । তারা অবাসিক মিটার থেকে এগুলো চার্জ দেওয়ার সুবিধা ভোগ করছে ।
ফলে মারাতœক হুমকির মুখে পরছে ছাএ ছাএীদের লেখাপড়া এলাকাবাসী অভিযোগ করেন সকাল ৮টায় বিদ্যুৎ চলে গেলে সারাদিন আর কোন দেখা মিলে না ।
একটু সমস্যা হলে সাধারন গ্রাহকের নিকট থেকে বিশাল জরিমানার অর্থ আদায় করে পল্লী বিদ্যুৎ সমিতি ।কিন্তুু অবৈধ ইজিবাইক, চাজার ভ্যান ,টমটম চার্জেও বেলায় তারা নিরব ভ’মিকা পালন করে ।
আর গ্রাহকের বৈধতার শর্তের মরার উপর খাড়া দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। এলাকাবাসী বলেন বিদ্যুৎ চাহিদাপূরন করা বর্তমানে আশুলিয়া বাসীর জন্য প্রাণের দাবিতে পরিণত হয়েছে ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
রাজধানীর বনানী ও ভাটারায় পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহবিস্তারিত পড়ুন
সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন,বিস্তারিত পড়ুন