আশুলিয়ায় শ্রমিকদের উপর পুলিশি হামলা, আহত ৫
নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় একটি ট্রান্সমিটার তৈরী কারখানার শ্রমিকরা বকেয়া বেতন সহ তাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অভিযোগ দিতে মিছিল নিয়ে আশুলিয়া থানায় গেলে পুলিশ শ্রমিকদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন ভূক্তভোগী শ্রমিকরা। এসময় পুলিশের লাঠির আঘাতে অন্তত ৫ শ্রমিক আহত হয়েছে বলে দাবি শ্রমিকদের।
তবে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির দাবি শ্রমিকরা থানায় মিছিল নিয়ে আসলে তাদের সড়িয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের উপর কোন হামলা চালানো হয়নি।
শুক্রবার দুপুর ১২টার দিকে আশুলিয়া থানায় শ্রমিকদের উপর পুলিশ এই হামলা চালায় বলে জানান শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, গত ৪চার মাস ধরে আশুলিয়ার শ্রীপুর নতুননগর এলাকার টেকনো-ভেনচার নামক একটি বিদ্যুতিক ট্রান্সমিটার তৈরী কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ভাতা বকেয়া রেখেছে। সেই সাথে মালিক কর্তৃপক্ষ মাঝে-মধ্যেই শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলা চালায়।
এই সকল অভিযোগ নিয়ে দুপুরে ওই কারখানার কয়েকশত শ্রমিক মিছিল নিয়ে আশুলিয়া থানা অভিযোগ দিতে গেলে থানা পুলিশ তাদের কোন কথা বার্তা না শুনেই তাদের উপর হামলা চালায় বলে দাবি শ্রমিকদের। এসময় পুলিশের লাঠির আঘাতে নারীসহ অন্তত ৫ শ্রমিক আহত হয়।
তবে এ বিষয়ে পুলিশ ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হয়নি। তবে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির মোবাইল ফোনে জানান, শ্রমিকদের উপর কোন হামলা চালানো হয়নি। তারা মিছিল নিয়ে থানায় আসলে তাদের থানা থেকে সড়িয়ে দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
রাজধানীর বনানী ও ভাটারায় পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহবিস্তারিত পড়ুন
সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন,বিস্তারিত পড়ুন